Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ঘটল চরম বিপত্তি! তড়িঘড়ি ছুটে এসে যা করল পুলিশ...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
Madhyamik Exam 2025: সময়ের ৩০ মিনিট আগে বাসের অপেক্ষায় বাস স্টপেজে দাঁড়িয়ে বাস পায়নি মাধ্যমিক পরীক্ষার্থীরা। গাড়িতে করে পাহাড়ি এলাকার পথ পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ।
ঝাড়গ্রাম: বাস স্টপেজে পৌঁছানোর আগেই রাস্তায় খারাপ হল বাস। বাসের সময়ের প্রায় ৩০ মিনিট আগে এসেও বাস পেল না মাধ্যমিক পরীক্ষার্থীরা। ভূগোল পরীক্ষার দিন বাস না পেয়ে চিন্তায় পড়ে যায় পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের উপস্থিত বুদ্ধির জোরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার্থীরা বিষয়টি তাঁদের পরিবারের সদস্য ও শিক্ষকদের জানালে তারা দ্রুত বিষয়টি জানায় সংশ্লিষ্ট দফতরে। নিমেষের মধ্যে খবরটি পৌঁছে যায় পুলিশের কানে। পুলিশ তাঁদের গাড়িতে করেই ছয়জন মাধ্যমিক পরীক্ষার্থীকে পৌঁছে দেয় পরীক্ষা কেন্দ্রে। মঙ্গলবার সকালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁশপাহাড়ি, বিদরী, কাসমার-সহ বিভিন্ন গ্রামের পাঁচ জন মাধ্যমিক পরীক্ষার্থী বাস ধরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাস স্টপেজে যায়। বাস স্টপেজ থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে বেলপাহাড়িতে রয়েছে তাদের পরীক্ষা কেন্দ্র। পুরুলিয়া-ঝাড়গ্রামগামী একটি বাসে তাঁদের বেলপাহাড়ি যাওয়ার কথা ছিল।
সাড়ে আটটার সময় বাস স্টপেজে গিয়ে ন’টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরেও বাসার আসেনি। বিষয়টি পরিবারে ও শিক্ষকদের জানায়। শিক্ষকরা বিষয়টি স্কুল এসআইকে জানায়। স্কুল এসআই বিনপুর দু’নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষকে বলেন। বিডিও বাঁশপাহাড়ি পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানাতে গিয়ে জানতে পারে পুলিশ গাড়ি রেডি করছে তাঁদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য। বাঁশপাহাড়ি থেকে পাঁচ জন পরীক্ষার্থী এবং চাকাডোবার মোড় থেকে একজন পরীক্ষার্থী মোট ছয়জন পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর আগেই গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় বাঁশপাহাড়ি ফাঁড়ির পুলিশ। বাঁশপাহাড়ি ফাঁড়ির ওসি শুভেন্দু রানা জানান,”বাস ধরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য পরীক্ষার্থীরে বেরিয়েছিল কিন্তু বাস না পেয়ে তারা সমস্যায় পড়ে। আমরা গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি”।
advertisement
advertisement
মাধ্যমিক পরীক্ষার্থী অঞ্জলি মাহাতো এর মা মুক্তারানী মাহাতো বলেন, “দীর্ঘক্ষণ বাস স্টপেজে দাঁড়িয়ে ছিল কিন্তু বাস না আসায় সে বিষয়টি বাড়িতে ফোন করে জানায়। আমরা তখন গ্রামের একজনকে বলেছিলাম মোটরসাইকেল করে তাকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দেওয়ার জন্য। তার কিছুক্ষণের মধ্যেই সে ফোন করে জানায় পুলিশ গাড়িতে করে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে”। প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার সময় এই সমস্যার সম্মুখীন হয় বহু পরীক্ষার্থী।এই সমস্যা সমাধানের জন্য তিনি বলেন, “আমাদের বাঁশপাহাড়ি এলাকার সব ছেলেমেয়েদের মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে বেলপাহাড়িতে। প্রতিবছর বাসের জন্য সবাই সমস্যায় পড়ে। আমরা গরিব মানুষ আমাদের হাতে বেশি টাকা নেই যে গাড়ি ভাড়া করে তাদেরকে পাঠাব। প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ বাস পরিষেবা চালু করা হলে আমাদের এই সমস্যায় পড়তে হবে না”।
advertisement
ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হরিশঙ্কর মাহাতো, “পুরুলিয়া থেকে বাসটি সময় মত বেরিয়েছিল কিন্তু মানবাজার ঢোকার আগেই যান্ত্রিক গোলযোগ হয়ে বাসটি খারাপ হয়ে যায়। তাই বাসটি ঝাড়গ্রামও আসতে পারেনি”। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি সৌমেন আচার্য বলেন,”মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা যে কোনও পরীক্ষার সময় পরিবহন দফতরকে বিশেষ নজরদারি রাখতে হবে। কোনও যাত্রীবাহী গাড়ি খারাপ হলে তার বিকল্প ব্যবস্থা করে দিতে হবে এবং খোঁজখবর রাখতে হবে কোন গাড়িটি কোন সময় কোন জায়গায় রয়েছে। তাহলে আগামী দিনে এই ধরনের সমস্যা হবে না পরীক্ষার্থীদের”।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 2:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ঘটল চরম বিপত্তি! তড়িঘড়ি ছুটে এসে যা করল পুলিশ...