Jhargram News: ঝাড়গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ! এলাকায় বালির গাড়ির দৌরাত্ম্য নিয়ে অসন্তোষ, পথে নামলেন গ্রামবাসীরা
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Jhargram News: বাঁধ দিয়ে নদীগর্ভ থেকে বালি তোলা হচ্ছে। সেই সঙ্গেই গ্রামে বালির গাড়ির দৌরাত্ম্য। এবার রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামলেন গ্রামবাসীরা।
ঝাড়গ্রাম, রাজু সিংঃ গ্রামের উপর দিয়ে বালির গাড়ির দৌরাত্ম্য। এবার রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামলেন গ্রামবাসীরা। ঝাড়গ্রামের বিনপুরের মেটাল গ্রামে ঘটনাটি ঘটেছে।
মেটাল গ্রামের পাশেই রয়েছে কংসাবতী নদী। জানা যাচ্ছে, সরকারি নিয়মের তোয়াক্কা না করেই সেই নদী থেকে বালি উত্তোলন চলছে। বাঁধ দিয়ে নদীগর্ভ থেকে বালি তোলা হচ্ছে। এর যেরে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। ফলে আতঙ্কে রয়েছেন নদীর পাশের গ্রামের মানুষ।
আরও পড়ুনঃ ‘নিখোঁজ’ ছাগল ফিরে পেতে সোজা থানায়! হারানো পোষ্য খুঁজে দিল বীরভূমের পুলিশ, আনন্দে আত্মহারা মালিক
এই বিষয়ে গ্রামবাসীরা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু তারপরেও কোনও কাজ না হওয়ায় রাস্তা অবরোধ করলেন তাঁরা। এই বিষয়ে জেলা প্রশাসন সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
এক গ্রামবাসী বলেন, আমাদের গ্রামের বেশিরভাগই মাছ ধরে সংসার চলে। ১২ মাসের মধ্যে ৩ মাস চাষের কাজ এবং বাকি ৯ মাস আমরা নদীর উপর নির্ভরশীল। কিন্তু ওঁরা বাঁধ দিয়ে নদীর গতিপথকে এমনভাবে আটকে রেখেছে, ফলে বন্যার সময় আমাদের গ্রাম প্রভাবিত হবে। এছাড়া ওঁরা নদীতে এমনভাবে গর্ত করছে, যার জন্য আর মাছ ধরা যাবে না। একইসঙ্গে বালির গাড়ির দৌরাত্ম্যের বিষয়টিও তুলে ধরেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
Dec 24, 2025 12:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ! এলাকায় বালির গাড়ির দৌরাত্ম্য নিয়ে অসন্তোষ, পথে নামলেন গ্রামবাসীরা









