AI Courses: এআই নিয়ে পড়াশুনার চিন্তা দূর! এবার এই স্কুল উচ্চ মাধ্যমিকের প্রথম বছরেই দেখাবে নতুন খেল

Last Updated:

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানা গিয়েছে ২০২৫ - ২৬ বর্ষ থেকে ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলে চালু হচ্ছে উচ্চ মাধ্যমিক।

+
ক্লাস

ক্লাস করছে পড়ুয়ারা

ঝাড়গ্রাম: ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে জঙ্গল মহলের ছাত্রছাত্রীদের স্মার্ট, আরও নিখুঁত করে তুলতে ঝাড়গ্রামের স্কুলে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই বাংলা করলে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা। কয়েক বছর আগেই ওয়াকিবহাল মানুষ ছাড়া এই বিষয়ে তেমন হেলদোল ছিল না কারো। এখন সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর মত বিষয় এবার স্কুলের শিক্ষার্থীদের কাছে। ঝাড়গ্রামের লায়ন্স মডেল স্কুলে উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে চালু হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানা গিয়েছে, ২০২৫-২৬ বর্ষ থেকে ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলে চালু হচ্ছে উচ্চ মাধ্যমিক। এত দিন পর্যন্ত ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলে মাধ্যমিক পর্যন্ত ছিল। উচ্চ মাধ্যমিকের পাঠক্রম শুরু হওয়াতে খুশি স্কুল কর্তৃপক্ষ। আর প্রথম শিক্ষাবর্ষেই এই স্কুলে এসেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর মত বিষয় আসায় শিক্ষার্থীদের ভর্তির ঝোঁক বাড়বে। বিদ্যালয়ে চালু হচ্ছে বিজ্ঞান ও কলা বিভাগ। বিজ্ঞান বিভাগের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ছাড়াও নিউট্রেশন ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছাড়পত্র পেয়েছে এই স্কুল। কলা বিভাগের ইতিহাস, ভূগোল দর্শন, সংস্কৃত, পুষ্টি বিজ্ঞান, শারীর শিক্ষা, পরিবেশ বিজ্ঞান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) চালু হতে চলেছে এই স্কুলে।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত বোস বলেন, “আমাদের স্কুলে এই কোর্স শুরু হওয়াতে আমরা খুব খুশি, আমাদের আরও দায়িত্ব বাড়ল।” এই স্কুলে বর্তমানে ছাত্র সংখ্যা প্রায় ১৪০০ জনের কাছাকাছি। এ বছর মাধ্যমিক পরীক্ষা দেয় ৪২ জন, সকলেই উত্তীর্ণ হয়েছে। মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়েছে মানস পাত্রর প্রাপ্ত নম্বর ৬৬৯। ডিজিটাল যুগে এই বিষয়ের যথেষ্ট পরিমাণে গুরুত্ব রয়েছে। তিনি দাবি করেন, অদূর ভবিষ্যতে কেবল কাজ নয়, মানুষের জীবনযাপনকেও আরও ‘স্মার্ট’, আরও নিখুঁত করে তুলবে এআই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড়সড় প্রভাব ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ঝাড়গ্রামে এই বিষয়ে শুরু হওয়াতে শিক্ষার্থীদের কাছেও বিষয়টি নিয়ে যে কৌতুহল বাড়ল তা আর বলার অপেক্ষা রাখেনা।
তন্ময় নন্দী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AI Courses: এআই নিয়ে পড়াশুনার চিন্তা দূর! এবার এই স্কুল উচ্চ মাধ্যমিকের প্রথম বছরেই দেখাবে নতুন খেল
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement