Jhargram News: আইনের জালে জড়িয়ে পড়েছেন? এক পয়সাও লাগবে না, বিনামূল্যেই পাবেন আইনজীবী! কীভাবে যোগাযোগ করবেন, জানুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
লিগাল সার্ভিস অথরিটি আইন অনুযায়ী নারী, শিশু এবং এসটি, এসসিদের জন্য বিনামূল্যে আইনজীবী প্রদান করে থাকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। বিশেষ ক্ষেত্রে পুরুষরাও বিনামূল্যে আইনজীবী পরিষেবা পেয়ে থাকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে।
ঝাড়গ্রাম: আপনি কি আইনের জালে জড়িয়ে পড়েছেন? মামলা লড়ার জন্য আইনজীবী ঠিক করতে পারছেন না, সমস্যা হয়ে দাঁড়িয়েছে অর্থ?চিন্তা নেই, বিনামূল্যে পেয়ে যেতে পারেন আইনজীবী। তার জন্যই আপনাকে জেনে নিতে হবে কোথায় গেলে আপনি পাবেন বিনামূল্যে আইনজীবী এছাড়াও আপনি আর কী কী আইনি সহায়তা পেতে পারেন।
সাধারণত পুলিশ কোনও ব্যক্তি বা মহিলাকে কোনও মামলায় গ্রেফতার করলে আদালতে শুনানির জন্য পুলিশের হয়ে সরকার পক্ষের আইনজীবী শুনানি করে। অপরদিকে গ্রেফতার হওয়া মহিলা বা পুরুষকে নিজেদেরই আইনজীবী ঠিক করতে হয়।
কিন্তু যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলেও কিন্তু আপনি বিনামূল্যে আইনজীবী পেয়ে যাবেন। যে আইনজীবী আপনার হয়ে আদালতে শুনানি করবে। তার জন্য আপনাকে কি কি করতে হবে তা কিন্তু জানা জরুরী।
advertisement
advertisement
প্রতিটি জেলার আদালত চত্বরে রয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কার্যালয়। সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। লিগাল সার্ভিস অথরিটি আইন অনুযায়ী প্রতিটি জেলাতেই রয়েছে ডিসটিক লিগাল সার্ভিস অথরিটি। যেখানে নারী, শিশু এবং এসটি , এসসিদের বিনামূল্যে ক্রিমিনাল বা সিভিল যেকোনওমামলা লড়ার জন্য আইনজীবী প্রদান করা হয়।
advertisement
এছাড়াও পুরুষদের ক্ষেত্রে রয়েছে বিশেষ একটি নিয়ম। বছরে এক লক্ষ টাকার নিচে পারিবারিক ইনকাম হলে তাকেও আইনজীবী প্রদান করে থাকে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। তার জন্য ইনকামের একটি প্রমাণ পত্র নিয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে আবেদন জানালেইপাওয়া যাবে পরিষেবা।
advertisement
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সচিব তথা বিচারক সুক্তি সরকার বলেন, “লিগাল সার্ভিস অথরিটি আইন অনুযায়ী যারা আর্থিক কারণ বশত আদালতে মামলার শুনানির জন্য আইনজীবী নিযুক্ত করতে পারছে না তাদেরকে আমরা বিনামূল্যে মামলার শুনানির জন্য আইনজীবী প্রদান করে থাকি।’’
তিনি আরও জানালেন ‘‘পুরুষদের ক্ষেত্রে তাদের ইনকাম সার্টিফিকেট-সহ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে আবেদন করতে হবে। কিন্তু যাদের বার্ষিক পারিবারিক আয় এক লক্ষ টাকার নিচে তাদেরকেই বিনামূল্যে আইনজীবী প্রদান করা হবে। এছাড়াও, নারী, শিশু ও এসটি, এসসিদের ক্ষেত্রে সর্বদাই বিনামূল্যে আদালতে মামলার শুনানির জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আইনজীবী প্রদান করবে।’’
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2024 3:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: আইনের জালে জড়িয়ে পড়েছেন? এক পয়সাও লাগবে না, বিনামূল্যেই পাবেন আইনজীবী! কীভাবে যোগাযোগ করবেন, জানুন