আজও ধুমধাম করে পালিত হচ্ছে জামুরিয়ার শ্মশানকালীর পুজো

Last Updated:

আজ থেকে বহু বছর আগে শ্মশান কালীর পুজো শুরু করেছিলেন বামা ক্ষ্যাপা।

#আসানসোল: আজ থেকে বহু বছর আগে শ্মশান কালীর পুজো শুরু করেছিলেন সাধক বামা ক্ষ্যাপা। সেই থেকেই ধুমধাম করে পুজো শুরু হয় আসানসোলের জামুরিয়ার ইকরার শ্মশানে ।
কথিত আছে বহু বছর আগে ট্রেনে করে অন্ডাল থেকে দেওঘরে যাচ্ছিলেন বামা ক্ষ্যাপা। টিকিট না থাকায় জামুরিয়ার ইকরা গ্রামে ট্রেন থেকে নামিয়ে দেয় টিকিট পরীক্ষক । রেল লাইনের ধারে পুকুর পাড়ে গাছ তলায় বসে পড়েন বামা ক্ষ্যাপা । পরের দিন পাশে অবস্থিত সিঙ্গারন নদী ধারে মায়ের পুজো শুরু করেন তিনি । সেদিন থেকে আজও নিয়ম রীতি মেনে চলছে পুজো ।
advertisement
এখানে মা শ্মশান কালী রূপেই পুজিত হন।পুজোর দিনে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়।এমনকী, দুর দুরান্ত থেকে ভক্তরা আসেন।। আগে লন্ঠন জালিয়ে পূজা হলেও এখন বিদ্যুৎ আসার জন্য বাল্ব জালিয়ে পুজো হয় । আর সিঙ্গারন নদীর জলের ব্যবহারও এখন হয় না । কারণ ইকরা শিল্প তালুক হওয়ার পর নদীর জল এত দূষিত হয়েছে যে তা ব্যবহারের অযোগ্য । তাই এখন পুরসভার জলই ব্যবহার করা হয় ।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজও ধুমধাম করে পালিত হচ্ছে জামুরিয়ার শ্মশানকালীর পুজো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement