রশি দিয়ে টানা হল ফুলে সাজানো চারচাকা গাড়ি, তাতেই মন্দিরপ্রাঙ্গন ঘুরলেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা

Last Updated:

রথে নয়, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা চাপলেন স্যান্ট্রো গাড়িতে,  বীরভূমের হেতমপুরে গৌরাঙ্গ মঠে

#বীরভূম: রথে নয়, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা চাপলেন স্যান্ট্রো গাড়িতে,  বীরভূমের হেতমপুরে গৌরাঙ্গ মঠে,  মঠ চত্বরেই ঘুরলেন তারা৷ বিশ্বজুড়ে করোনাভাইরাস যেভাবে দিন দিন বেড়ে চলেছে, সঙ্গে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও, আর এই করোনাভাইরাস মানুষের জীবনে অনেক কিছু দেখিয়ে দিল এবং শিখিয়ে দিল৷
হেতমপুর রাজবাড়ীর পাশেই রয়েছে গৌরাঙ্গ মন্দির, আর এই মন্দিরের প্রতিষ্ঠা করেন মহারাজা রাম রঞ্জন চক্রবর্তীর স্ত্রী মহারানী পদ্ম সুন্দরী দেবী৷   এই মন্দিরের দেবতাদের গ্রাম ঘোরানোর জন্যই সুদূর ইংল্যান্ডের স্টুয়ার্ট কোম্পানি থেকে নিয়ে আসা হয়েছিল পিতলের রথ৷  ওই রথ আজও বর্তমান রয়েছে৷ যদিও এই রথের দায়িত্ব এখন রাজবাড়ির ব্রজবালা ট্রাস্টের৷
রাজবাড়ীর আর্থিক অবস্থা খারাপ এর জন্য 2007 সালে কুমার মাধবী রঞ্জন চক্রবর্তী ও সুরঞ্জন চক্রবর্তী গৌরাঙ্গ মন্দিরটি গৌরাঙ্গ তুলে দেন৷ কারণ সেই সময় তাদের পূজো চালানোর মত ক্ষমতা ছিল না, পুজো যাতে বন্ধ না হয়ে যায় সেই  জন্য গৌরাঙ্গ মঠের হাতে তুলে দেন৷  তারপর থেকেই গৌরাঙ্গ মঠ তাদের দায়িত্ব পালন করে আসছে৷
advertisement
advertisement
গৌরাঙ্গ মঠের পক্ষ থেকে দুবরাজপুর থানায় লিখিত ভাবে জানিয়ে দেয় যে রথযাত্রায় কোন অনুষ্ঠান করবেন না এবং যে মেলা বসে সেটিও বসাবে না৷ তবে রথ উপলক্ষে স্নানযাত্রা, নেত্রোৎসব, রথের দিন যে পূজা_অর্চনা হয় সেটি হবে রীতি মেনে শুধুমাত্র মঠের সন্ন্যাসীর করবেন৷
আজ রথযাত্রা, রীতি মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে গ্রাম পরিক্রমা করত- কথায় আছে জগন্নাথদেব রথে চেপে ভক্তদের কাছে দর্শন দিতে যান৷  কিন্তু এইবার করোনা আবহে দেখা গেল এক অন্য চিত্র৷  রথ নয়, এবার সত্যিকারে গাড়িতে চড়লেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা৷ আর এই গাড়ি করে মন্দির চত্বরে ঘোরানো হলো জগন্নাথ দেবকে৷ রথ যেহেতু রাজবাড়ীর ব্রজবালা ট্রাস্টের৷ তাই রথ দেওয়ার অনুমতিও তাদের৷  এইবারই প্রথম রাজবাড়ী থেকে রথ গৌরাঙ্গ মন্দিরে এল না ৷ অন্যদিকে রীতি মেনেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা কে রথে চড়াতে হবে কিন্তু রথ না পাওয়া যাওয়ায় এবার সত্যিকারে গাড়িতে চাপানো হয় বিগ্রহ গুলিকে এবং এভাবে রথযাত্রা পালন করা হয়৷
advertisement
দুবরাজপুরের হেতমপুর গৌরাঙ্গ মঠের সম্পাদক ভক্তি বারীদি ত্রিদন্ডী মহারাজ জানান রাজবাড়ী থেকে রথ যেহেতু এবার মাঠে আসেনি তাই মঠেরই স্যান্ট্রো গাড়ি করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কে ঘোরানো হলো মঠ চত্বরে৷  রথে যেমন দড়ি বা রশি থাকে ভক্তদের টানার জন্য, গাড়িতেও বাধা হয়েছিল রশি বা দড়ি৷ গাড়িটি ফুল দিয়ে সাজানো হয়েছিল এবং বিগ্রহ গুলিকে বসানোর জন্য সিংহাসন করা হয়েছিল৷  গৌরাঙ্গ মঠের সম্পাদক ভক্তি বারিদি ত্রিদন্ডী মহারাজ আজ রশি টেনে রথের শুভ সূচনা করেন৷ ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, তারা যেন বাড়িতে বসেই রথযাত্রা দেখতে পান৷  সরকারি নিয়ম মেনেই অনুষ্ঠানটি সম্পন্ন হল॥ গাড়ি করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কে মঠ চত্বরে ঘুরিয়ে আনার পর বন্ধ করে দেওয়া হয় গৌরাঙ্গ মঠের গেট৷  এরপর মঠের সন্ন্যাসীরা রীতি মেনে ভেতরে পূজা অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান করছে৷
advertisement
Supratim Das
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রশি দিয়ে টানা হল ফুলে সাজানো চারচাকা গাড়ি, তাতেই মন্দিরপ্রাঙ্গন ঘুরলেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement