Jagadhatri Puja 2024: ৬৯-টি পুজোর ২৪৫-টি লরি আলোয় জমজমাট! সারা রাত চন্দননগরে চলবে আলোক শোভাযাত্রা

Last Updated:

Jagadhatri Puja 2024: সারা রাত ধরে চলবে আলোক শোভাযাত্রা! চন্দননগরের রাস্তায় লাখো মানুষের ভিড়! দেখুন বিশেষ ভিডিও

+
আলোক

আলোক শোভাযাত্রার ছবি

হুগলি: আলোর শহর চন্দননগর মেতে উঠেছে আলোক শোভাযাত্রায়। জগদ্ধাত্রী পুজোর দশমীর দিনে বিষাদের সুর নয়, বরং এখানকার মানুষরা অপেক্ষায় থাকেন এই আলোক শোভাযাত্রা দেখার জন্য। ৬৯ টি পুজো ২৪৫ লরি আলো সজ্জিতভাবে নিরঞ্জনের জন্যে রাজপথ ধরে এগিয়ে চলবে গোটা রাত ভোর।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎবিখ্যাত হয়েছিল অনেক আগেই। জগদ্ধাত্রী পুজোর আলো, উচ্চ প্রতিমা দেখতে লাখো মানুষের ভিড় হয় সাবেক ফরাসডাঙায়। জগদ্ধাত্রী পুজোর প্রধান আকর্ষণই থাকে শোভাযাত্রা। লরি আলো দিয়ে সাজানো, সুসজ্জিত প্রতিমা নানা ধরনের বাজনা এই শোভাযাত্রার আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয়। রাজপথে সেই শোভাযাত্রা দেখতে ভিড় জমান লাখো মানুষ। যারা বাইরে থাকেন এমনকি বিদেশে থাকেন তারাও যাতে সরাসরি সেই শোভাযাত্রা দেখতে পান সেই কারণে এবারই প্রথম সম্প্রচারের ব্যবস্থা করেছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। চন্দননগর স্ট্যান্ড রোড এবং তালডাঙ্গায় দুটি সেটা বসানো হয়েছে যেখান থেকে কেন্দ্রীয় কমিটির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে শোভাযাত্রার। অনেক মানুষ আছেন যারা হয়তো শোভাযাত্রা দিন আসতে পারেন না অথবা যারা বিদেশে থাকেন তাদের জন্যই এই ব্যবস্থা চালু হচ্ছে।
advertisement
advertisement
চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে ১৭৭ টি পূজো কমিটি রয়েছে।যার মধ্যে শোভাযাত্রায় অংশ নিয়েছে ৬৯ টি পুজো।লরি থাকবে ২৪৫ টি।চন্দননগরের বিখ্যাত এই আলোকে বলে মেকাট্রনিক্স আলো। মেকানিক্যাল ও ইলেকট্রনিক্স সংমিশনের তৈরি এই আলো যা ঐতিহ্য চন্দননগরের। নিরঞ্জনের শোভাযাত্রার এই একটি দিনের জন্যই সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2024: ৬৯-টি পুজোর ২৪৫-টি লরি আলোয় জমজমাট! সারা রাত চন্দননগরে চলবে আলোক শোভাযাত্রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement