Jagaddhatri Puja : আবার নতুন করে উৎসবের প্রস্তুতি শুরু! জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Jagaddhatri Puja : দুর্গাপুজো, কালীপুজো, কাটিয়ে বাঙালি এবার দেবী জগদ্ধাত্রীর অপেক্ষায়। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের পাল বাড়ির জগদ্ধাত্রী পুজো ২০০ বছরের প্রাচীন।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বাঙালির বারো মাসে তেরো পার্বণ! আর উদযাপনের জৌলুসে বাংলার বুকে পালিত নানা উৎসবের জুড়ি মেলা ভার। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা কাটিয়ে বাঙালি এবার দেবী জগদ্ধাত্রীর অপেক্ষায়। মা কালীর বিসর্জনের পরই হৈমন্তিকার আরাধনায় মেতে ওঠে বঙ্গবাসী। চন্দননগর বা কৃষ্ণনগরের শুধু জগদ্ধাত্রী পুজো নয়। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের পাল বাড়ির জগদ্ধাত্রী পুজো ২০০ বছরের প্রাচীন।
অন্নদাশঙ্কর পাল এই পুজো প্রথম প্রতিষ্ঠা করেন। এখানে এক দিনে সপ্তমী অষ্টমী ও নবমী পুজো হলেও পরের দিন হয় দশমী পুজো। পুজো উপলক্ষে নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা হয় সব রীতিনীতি। দশমীর দিনে সন্ধ্যায় হয় প্রতিমা নিরঞ্জন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সার বছর অপেক্ষায় থাকেন জগদ্ধাত্রী পুজোর জন্য। নবমী তিথিতে দিনভর চলে পুজো।
advertisement
আরও পড়ুন : একদিকে সবজি, অন্যদিকে পশুর বেচাকেনা! সূচনা হয়েছিল রাজ আমলে! পুরুলিয়া গিয়ে এই হাট কখনও ঘুরেছেন?
তবে শুধু সাড়ন্বরে পুজো নয়। এই পাল বাড়ির জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রাও সমান আকর্ষণীয়। এক একটি প্রতিমার শোভাযাত্রা হয় দেখার মত। সঙ্গে থাকে আলোকসজ্জা এবং নানা ধরনের বাজনা। যেমন ব্যান্ড, তাসা ইত্যাদি। বিসর্জন উপলক্ষে মেলে প্রশাসনের বিশেষ সহযোগিতা। শাস্ত্র জানাচ্ছে, দেবী জগদ্ধাত্রীর রূপ উজ্জ্বল। তাঁর তিনটি চোখ, চারটি হাত। চার হাতে শঙ্খ, ধনুক, তীর এবং চক্র।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শঙ্খ শব্দের প্রতীক, শব্দই নাদ, নাদই ব্রহ্ম। দেবী বাক্ রূপেও নিজেকে প্রকাশ করেন। দেবীর হাতের ধনুকটি হল অসীম চৈতন্যশক্তির প্রতীক। সেই চেতনা যখন ক্রিয়াশীল হয়, তখন মানুষের লক্ষ্য হয় প্রাপ্তি। যশ-অর্থ-মোক্ষ! প্রাপ্তির শেষ নেই। সেই প্রাপ্তির দিকে তাকিয়েই থাকে তীর বা বাণ। ধনুকের ছিলাটিও প্রতীকী। এটি জগজ্জননী বেঁধে দেন সাধুজনের অন্তরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
October 24, 2025 3:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagaddhatri Puja : আবার নতুন করে উৎসবের প্রস্তুতি শুরু! জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে
