Jagaddhatri Puja 2025: বাজি নয়! জগদ্ধাত্রী পুজোয় 'মাতন', মুর্শিদাবাদের মণ্ডপে মণ্ডপে নজরকাড়া আয়োজন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Jagaddhatri Puja 2025: মুর্শিদাবাদ জেলার সালারের কাগ্রামে ২৭টি জগদ্ধাত্রী পুজোর উৎসবে মেতে ওঠেন গ্রামের সকল বাসিন্দারা। তবে পুজোকে কেন্দ্র করে বাজি নয়, বাজনা বাজিয়ে গোটা গ্রাম হয় পরিদর্শন।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বৃহস্পতিবার ছিল জগদ্ধাত্রী পুজো। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন ব্যাপি পালিত হয় জগদ্ধাত্রী পুজো। মুর্শিদাবাদ জেলার সালারের কাগ্রামে ২৭টি জগদ্ধাত্রী পুজোর উৎসবে মেতে ওঠেন গ্রামের সকল বাসিন্দারা। তবে পুজোকে কেন্দ্র করে বাজি নয়, বাজনা বাজিয়ে গোটা গ্রাম হয় পরিদর্শন। এখানে পুজো চলাকালীন বিভিন্ন বাদ্য যন্ত্রের সঙ্গে যুক্তরা তারা বিভিন্ন বাজনা, ঢাক, ঢোল নিয়ে গ্রাম পরিদর্শন করেন। যা দুপুর মাতন নামেই পরিচিত।
জানা গিয়েছে, বিভিন্ন জগদ্ধাত্রী মণ্ডপে গিয়ে দল বেঁধে তারা আনন্দ উৎসবে সামিল হন। এই একটা দিনের আনন্দে মেতে ওঠেন আট থেকে আশি সকলেই। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে এই বাজনা বাজানো হয়। আর এই বাজনার তালে তালে অনেকেই আনন্দে মেতে ওঠেন। ঠিক তেমনই রাস্তার দু’ধারে থাকে জনস্রোত। বাজনা বাজিয়ে বিভিন্ন মণ্ডপ ও পারিবারিক পুজো যে আর্থিক অনুদান তুলে দেন তাতেই সন্তুষ্ট হন তারা। সমস্ত পুজো মণ্ডপে গিয়ে এই বাজনার প্রদর্শনী করা হয়।
advertisement
advertisement
বাদকদের কথায়, বাজনা বাজিয়ে একদিনে কেউ দেয় পাঁচ হাজার টাকা, কেউবা দেয় এক হাজার। যা অর্থ রোজগার তা একত্রিত করে দলের মধ্যে ভাগ করে নেওয়া হয়। আর সেই টাকা নিয়ে গিয়ে পরিবারের মুখে হাঁসি ফোটান তারা। তবে শুধু মুর্শিদাবাদ জেলার নয়, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান থেকেও বাদকরা আসেন এই বাজনা বাজাতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মূলত কালীপুজোর পরে যে ধর্মীয় উত্সবটিকে ঘিরে মেতে ওঠে বাঙালি সমাজের একাংশ, তা হল জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগর ও চন্দনগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ধূমধাম হলেও গত কয়েক বছর ধরে রাজ্যের অন্যান্য অংশেও এই পুজোর প্রচলন হয়েছে। কৃষ্ণনগর ও চন্দনগরে মতো জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোকেও ছাপিয়ে প্রধান উত্সব হিসেবে গণ্য হয় সালারের কাগ্রাম। বহু মানুষ এই সময় জগদ্ধাত্রী পুজোর শোভা দেখতে উপস্থিত হন এই কাগ্রামে।
advertisement
কাগ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত গ্রামে ঢাক, ঢোল, ব্যাঞ্জ তাসা, অঘোরী নৃত্য এমনকি বিভিন্ন বাজনার কৌশল দেখানো হয়। যা দেখে মুগ্ধ হন সকলকেই। মুর্শিদাবাদ জেলার কাগ্রাম অন্যতম জগদ্ধাত্রী পুজোর আকর্ষণ। তবে আলোকসজ্জার পাশাপাশি এই বাজনার আকর্ষণ এক মাত্রা যোগ করে এই পুজোকে কেন্দ্র করে। তবে গোটা গ্রাম জুড়ে এই বাজনার প্রদর্শনী দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
October 31, 2025 4:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagaddhatri Puja 2025: বাজি নয়! জগদ্ধাত্রী পুজোয় 'মাতন', মুর্শিদাবাদের মণ্ডপে মণ্ডপে নজরকাড়া আয়োজন

 
              