Jadavpur Student Death: যাদবপুরের মৃত ছাত্রের নামে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Jadavpur Student Death: সম্প্রতি মৃত ছাত্রের মা বাবা নবান্নে গিয়ে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে!
বগুলা: যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত ছাত্রের নামে হাসপাতালের নামকরণ। সম্প্রতি মৃত ছাত্রের মা বাবা নবান্নে গিয়ে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ছাত্রের অকাল মৃত্যুর কারণে মানবিকতার দিকে নজর রেখে মৃত ছাত্রের বাসভূমি বগুলার গ্রামীণ হাসপাতালটি ছাত্রটির নামে নামাঙ্কিত করার পাশাপাশি বগুলা গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গনে তাঁর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করার বিষয়ে চিন্তাভাবনা করেন। সেই মতো সরকারিভাবে বগুলা হাসপাতালের নাম মৃত ছাত্রের নামে নামকরণ করার জন্য সরকারি ভাবে অর্ডার জারি হয়। এরপরই তড়িঘড়ি হাসপাতালের নাম পরিবর্তন করে মৃত ছাত্রের নামে নামকরণ কাজ শুরু হয় বগুলায়।
যদিও অনেকেই দাবি জানান, ছাত্রটি মৃত্যুকালে নাবালক ছিলেন সেই জায়গা থেকে আইনত তাঁর নাম ব্যবহার করে হাসপাতালের নামকরণ করাটা কতটা যুক্তিযোগ্য? পাশাপাশি উচ্চ শিক্ষা নিতে গিয়ে ছাত্রটির রহস্য মৃত্যু হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি পরিচালিত হোস্টেল ক্যাম্পাসে। কাজেই নাম পরিবর্তন করতে হলে যাদবপুর ইউনিভার্সিটি পরিচালিত কোনও আবাসিক হস্টেল বা কক্ষের নাম পরিবর্তন করা হোক।
advertisement
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করতে গিয়ে হোস্টেলের ছাদ থেকে নিচে পড়ে রহস্য মৃত্যু হয় বগুলার বাসিন্দা এক মেধাবী ছাত্রের। এরপরই র্যাগিংয়ের অভিযোগ উঠে আসে। এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে কলকাতা যাদবপুর, নদিয়ার বগুলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা। এক জোটে পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র শিক্ষক সমাজ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহলের একাংশ। পরিস্থিতি সামাল দিতে তদন্তে নেমে বেশ কয়েকজনকে আটক ও গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ছাত্রের পরিবার সম্প্রতিকালে নবান্নে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই সূত্র ধরে নদীয়ার বগুলা গ্রামীণ হাসপাতালটি মৃত ছাত্রের নামে নামাঙ্কিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 5:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jadavpur Student Death: যাদবপুরের মৃত ছাত্রের নামে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ! জানুন