South 24 Parganas News: বারুইপুরে কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং ইউনিট! কথা রাখতে তৎপর সায়নী

Last Updated:

Saayoni Ghosh: ভোটের আগে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রচারে এসে বারুইপুরবাসীকে কথা দিয়েছিলেন বারুইপুরে কোল্ড স্টোরেজ ও ফ্রুট প্রসেসিং ইউনিট করে দেবেন।

+
পরিদর্শনে

পরিদর্শনে আসেন যাদবপুরের সাংসদ 

দক্ষিণ ২৪ পরগনা: ভোটের আগে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রচারে এসে বারুইপুরবাসীকে কথা দিয়েছিলেন বারুইপুরে কোল্ড স্টোরেজ ও ফ্রুট প্রসেসিং ইউনিট করে দেবেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার মাঝ বরাবর বয়ে চলা আদিগঙ্গার দুই পাড়ের মাটি অত্যন্ত উর্বর। তাই বারুইপুরের বিভিন্ন এলাকায় আম, জাম, লিচু, কাঁঠাল, কলা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ দেখা যায়।
তবে সবথেকে বেশি এই এলাকায় ফলন হয় পেয়ারা। বারুইপুরের পেয়ারা মানে অনেকের কাছেই আবেগ। বারুইপুরের পেয়ারা দেশ-বিদেশে রফতানির ফলে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। ইতিমধ্যে আর এই পেয়ারা জিআই স্বীকৃতি পাওয়ার জন্য আবেদন করা হয়েছে। জি আই তকমা পেলে এই পেয়ারার চাহিদা যে আরও বাড়বে এবং পেয়ারা চাষের সঙ্গে যুক্ত চাষিরা ভালদাম পাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
ভোটে জেতার পর নবনির্বাচিত যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ বারুইপুর কিষান মান্ডিতে এলেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন কোল্ড স্টোর ও ফুড প্রসেসিং করবেন বলেছিলেন। তাই জায়গা দেখার জন্য কিষাণ মান্ডি আশেপাশে জমি আছে সেই জমি পরিদর্শনে আসেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ।
advertisement
advertisement
পরিদর্শনে এসে যাদবপুরের সাংসদ বলেন,ভোটের আগে এই সমস্ত এলাকার চাষীদেরকে তিনি কথা দিয়েছিলেন যে ভোটে জেতার পর এই এলাকায় কোল্ড স্টোরেজ এবং ফুড প্রসেসিং করবেন। সেই মতো তিনি এলাকার পরিদর্শন করলে এবং যত সম্ভব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করবে বলে তিনি জানিয়েছেন।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বারুইপুরে কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং ইউনিট! কথা রাখতে তৎপর সায়নী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement