বনধ ঘিরে তপ্ত ইসলামপুর, জ্বলল বাস-ভাঙচুর পুলিশের গাড়ি, আহত ১

Last Updated:
#মুর্শিদাবাদ: যেই ইসলামপুরে ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বনধ ডাকে বিজেপি, সেই ইসলামপুরে শুরু হল ব্যাপক অশান্তি ৷ ইসলামপুররে কলেজ মোড়ে উত্তেজনা ৷ বাস ভাঙচুর বনধ সমর্থকদের ৷ সকালের দিকেই রাস্তার উপর আগুন জ্বালিয়ে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করে বনধ সমর্থনকারীরা ৷ পরে বাস ভাঙচুর করে তারা ৷ পুলিশের গাড়িতেও হামলা চালানো হয় ৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ৷ বাস, লরি দাঁড় করিয়ে ইটবৃষ্টি করা হয় ৷ মুখে গামছা বেঁধে এসে হামলা চলায় কয়েকজন ৷ ইটের আঘাতে জখম এক বাসযাত্রী ৷
৩১ নম্বর জাতীয় সড়কে তুমুল উত্তেজনা তৈরি হয় ৷ বাস ভাঙচুর করে বনধ সমর্থকরা ৷ আটকে দেওয়া হয় বাস ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেট, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ ৷ এই মুহূর্তে বিশাল পুলিশবাহিনী উপস্থিত রয়েছে এলাকায় ৷ রয়েছে র‍্যাফও ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বনধ ঘিরে তপ্ত ইসলামপুর, জ্বলল বাস-ভাঙচুর পুলিশের গাড়ি, আহত ১
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement