রাত পোহালেই ইসলামপুর বিধানসভা উপনির্বাচন, রওনা দিলেন ভোট কর্মীরা
Last Updated:
#ইসলামপুর: রাত পোহালেই ইসলামপুর বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত।সকাল সকাল ভোট কর্মিরা ইসলামপুর কলেজ থেকে ইভিএম এবং ভিভি প্যাড সংগ্রহ করে বুথে বুথে রওনা হয়েছেন।নির্বাচন অবাধ এবং সুষ্ঠভাবে সম্পন্ন করতে ১০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে।
ইসলামপুর বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কানাইয়ালাল আগরওয়াল।পরবর্তী তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করায় তিনি বিধায়ক পদ থেকে ইস্তাফা দিয়েছিলেন।তার ইস্তফার কারনেই এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এবারের বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস হাজি মুজাফফর হুসেন,তৃণমূল কংগ্রেস প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চোধুরী,সিপিএম স্বপন গুহ নিয়োগী এবং বিজেপি সৌম্যরূপ মন্ডলকে প্রার্থী করেছে। চর্তুমুখী এই লড়াই এ উত্তেজনা রয়েছে ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে।
advertisement
ইসলামপুর বিধানসভার মোট ভোটার- ২লক্ষ ৩হাজার ৮৯১জন। পুরুষ ভোটার ১লক্ষ ৭হাজার ২৫৫জন, মহিলা ভোটার-৯৬ হাজার ৬৩৪ জন। ২১৭ টি বুথে আগামীকাল ভোট গ্রহণ হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2019 4:11 PM IST