ISKCON Dol Yatra: ইসকনের মায়াপুরে আনুষ্ঠানিক সূচনা হল দোল উৎসবের
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
ইসকন সূত্রে খবর, এবছরের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় ৫০০০ বিদেশি ভক্ত সহ লক্ষাধিক ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে
নদিয়া: পতাকা উত্তোলন-সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইসকনের মায়াপুরে আনুষ্ঠানিক সূচনা হল দোল উৎসব ২০২৫-এর। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম শুভ আবির্ভাব উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। আলোক মালায় সেজে উঠেছে ইসকন মন্দির চত্বরও। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান ৩৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার সমাপ্তি হবে আগামী ১৬ মার্চ। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অনুষ্ঠান বিশ্ব বৈষ্ণব সম্মেলন, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা (৭২ কিমি), বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার, বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ, সেমিনার,ও বিনামূল্যে প্রসাদ বিতরণ।জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই প্রবেশাধিকার অবাধ।
ইসকন সূত্রে খবর, এ’বছরের অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রায় ৫০০০ বিদেশি ভক্ত-সহ লক্ষাধিক ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে। সেইমতো এখন থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা।
১৪ মার্চ ২০২৫ শুক্রবার শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। সোমবার সকালে ইসকন মায়াপুরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান-সহ পতাকা উত্তোলনের মাধ্যমে দোল উৎসব ২০২৫-এর আনুষ্ঠানিক সূচনা হয়, যেখানে উপস্থিত ছিলেন ইসকনের বিভিন্ন আধিকারিক-সহ অসংখ্য দেশি ও বিদেশি ভক্তরা।
advertisement
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 4:32 PM IST