Vidyasagar: বিদ্যাসাগরের জন্মদিনে মূর্তির পাদদেশে পড়ল চাঞ্চল্যকর পোস্টার,কী লেখা তাতে!
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
বিদ্যাসাগরের পায়ের কাছে শ্রদ্ধার্ঘ ফুলের সঙ্গেই কোনও এক অজ্ঞাত পরিচিত মহিলা লাগিয়ে গেছেন একটি পোস্টার ! যাতে লেখা আছে...
নদিয়া: বিদ্যাসাগরের জন্মদিনে তারই মূর্তির পাদদেশে পড়ল চাঞ্চল্যকর পোস্টার। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আজকের এই বিশেষ দিনে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান-সহ পুরপ্রতিনিধিরা হতবাক হলেন পুরসভা থেকে বিদ্যাসাগরের গলায় মালা দিতে এসে।
সূর্য উঠুক আর নাই উঠুক তখন দুপুর অর্থাৎ কাঁটায় কাঁটায় ১২:০৫ । শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সিআইসি মেম্বার শুভজিৎ দে-সহ কাউন্সিলর উৎপল সাহা প্রশান্ত গোস্বামী এবং পৌর প্রতিনিধিগন পৌরসভা থেকে কিছুটা দূরে যেতে গিয়ে কলা তীর্থের সামনে পৌরসভা থেকেই সম্প্রতি স্থাপন করা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এবং রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করেন।
advertisement
advertisement
আজকের এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান উল্লেখ করেন দয়ার সাগরের জীবনে নানান কষ্ট ও যন্ত্রণার কথা এবং সেগুলোকে পাথেয় করেই সমাজ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলার আহ্বান জানান।তবে বিদ্যাসাগরের পায়ের কাছে শ্রদ্ধার্ঘ ফুলের সঙ্গেই কোনও এক অজ্ঞাত পরিচিত মহিলা লাগিয়ে গেছেন একটি পোস্টার ! যাতে লেখা আছে “শুভ জন্মদিন এনাদের মাথায় ছাদ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি” তলায় লেখা জনৈকা।
advertisement
তবে সূর্য মধ্য গগনে না দেখা গেলেও ঘড়ির কাঁটা ছুঁয়েছে বারোটায়, সাড়ে দশটায় সুচি থাকলেও কাল বিলম্ব কেনো, সে প্রসঙ্গে তিনি জানান প্রথমত প্রাকৃতিক বিপর্যয় সকাল থেকেই লেগে রয়েছে বৃষ্টি। তার ওপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের জন্য দেরি হয়েছে।
advertisement
অন্যদিকে পোস্টারের বিষয়ে তিনি বলেন এটা কোনও সুস্থ চিন্তা ভাবনা হতে পারে না পোস্টার যিনি মেরে থাকুক না কেন তিনি পুরসভায় লিখিতভাবে অথবা মৌখিকভাবে জানাতে পারতেন। তবে সৌন্দর্যের কথা ভেবে সবসময় মাথার উপর যেমন তেমন ছাউনি করা যায় না তবে পুরসভার সকল কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে যেমন মূর্তি বসানো হয়েছে তেমনই সকলের সঙ্গে আলোচনা ভিত্তিক আগামীতে মাথার উপর ছাউনি দেওয়া যায় কিনা সেটাও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2024 11:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vidyasagar: বিদ্যাসাগরের জন্মদিনে মূর্তির পাদদেশে পড়ল চাঞ্চল্যকর পোস্টার,কী লেখা তাতে!