Ishwar Chandra Vidyasagar: পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে নয়! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বপুরুষদের আদি বাসস্থান ছিল অন্য জেলার এই গ্রামে! জানুন ইতিহাস

Last Updated:

Ishwar Chandra Vidyasagar: অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে বিদ্যাসাগরের জন্ম। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় স্বল্প বেতনে চাকরি করতেন। সেই কারণে ঈশ্বরচন্দ্রের শৈশব বীরসিংহেই তার মা ও ঠাকুরমার সঙ্গে অতিবাহিত হয়। এই গ্রামেই বড় হয়ে ওঠা।

+
বিদ্যাসাগরের

বিদ্যাসাগরের আদি বাসস্থান কোথায়?

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: ভারতে নবজাগরণের অন্যতম পথিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদি বাসস্থান কোথায়? কোথায় জন্মেছেন বিদ্যাসাগর? পূর্বপুরুষদের বসতবাড়ি কোথায় ছিল? হুগলি নাকি পশ্চিম মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় রয়েছে বীরসিংহ গ্রাম। সেখানেই জন্মেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছোট থেকে জীবন অতিবাহিত করেছেন সেখানে, পড়েছেন কালীকান্তের পাঠশালায়। মায়ের নামে প্রতিষ্ঠিত করেছেন বিদ্যালয়। তবে বীরসিংহ গ্রামে ছিল না বিদ্যাসাগরের পূর্বপুরুষদের বাড়ি। তবে কোথায় আদি বাড়ি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের? জানুন বিস্তারিত।
ভারতের শিক্ষা জগতের নবজাগরণের অন্যতম প্রবাদপ্রতিম প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁকে বলা হয় বীরসিংহের সিংহ শিশু। বর্তমানে বীরসিংহে বিদ্যাসাগরের জন্মস্থানকে সাজিয়ে তোলা হয়েছে নানা ভাবে। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বপুরুষদের আদি বাসস্থান ছিল হুগলি জেলার বনমালীপুরে। তবে সেখান থেকে তাঁরা পাড়ি দেন বীরসিংহ গ্রামে। এখানেই জন্মেছেন বিদ্যাসাগর। তাঁর জীবনচরিতে আছে, “বীরসিংহ গ্রামে আমার জন্ম হইয়াছে; কিন্তু, এই গ্রাম আমার পিতৃপক্ষীয় অথবা মাতৃপক্ষীয় পূর্ব্বপুরুষদিগের বাসস্থান নহে। জাহানাবাদের (অধুনা আরামবাগ) ঈশান কোণে, তথা হইতে প্রায় তিন ক্রোশ উত্তরে, বনমালীপুর নামে যে গ্রাম আছে, উহাই আমার পিতৃপক্ষীয় পূর্ব্ব পুরুষদিগের বহুকালের বাসস্থান।”
advertisement
আরও পড়ুন : কংসাবতীর জল আর লাল পলাশের মাঝে শৈশবের সহজপাঠের হাতছানি! দোলে আসুন মুসাফিরানায়
অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে বিদ্যাসাগরের জন্ম। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় স্বল্প বেতনে চাকরি করতেন। সেই কারণে ঈশ্বরচন্দ্রের শৈশব বীরসিংহেই তার মা ও ঠাকুরমার সঙ্গে অতিবাহিত হয়। এই গ্রামেই বড় হয়ে ওঠা। মেদিনীপুর থেকে কলকাতায় আসার পথে মাইলফলক দেখে শিখে ফেলেন ইংরেজি সংখ্যা। তাঁর নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে বীরসিংহ গ্রামের নামই। সময়ের সঙ্গে সঙ্গে ছায়ার আড়ালে চলে গিয়েছে বনমালীপুর গ্রামের নাম।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ishwar Chandra Vidyasagar: পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে নয়! ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বপুরুষদের আদি বাসস্থান ছিল অন্য জেলার এই গ্রামে! জানুন ইতিহাস
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement