Krishnanagar Murder Update: দেশরাজকে দেখেই চিনতে পারলেন, কৃষ্ণনগর জেলে মেয়ের খুনির মুখোমুখি! কী বললেন ঈশিতার মা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঈশিতাকে খুন করার পর এক সপ্তাহের বেশি সময় গা ঢাকা দিয়েছিল দেশরাজ৷ শেষ পর্যন্ত নেপালে পালানোর আগেই উত্তরপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: গত ২৫ অগাস্ট দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়ার বাড়ির দোতলায় দেশরাজের মুখোমুখি হয়েছিলেন তিনি৷ ঈশিতার মতো তাঁর মা কুসুম মল্লিককেও লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছিল দেশরাজ৷ কিন্তু বরাতজোরে বেঁচে যান কুসুমদেবী৷ তার পর আজ, ফের কৃষ্ণনগর সংশোধনাগারে মেয়ের খুনির মুখোমুখি হলেন তিনি৷ দেশরাজকে সামনে দেখেই তাই উত্তেজিত হয়ে পড়েন৷ কোনওক্রমে তাঁকে সামলান উপস্থিত মহিলা পুলিশ কর্মীরা৷
ঈশিতাকে খুন করার পর এক সপ্তাহের বেশি সময় গা ঢাকা দিয়েছিল দেশরাজ৷ শেষ পর্যন্ত নেপালে পালানোর আগেই উত্তরপ্রদেশ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ এ দিন দেশরাজের টিআই প্যারেডের জন্য ঈশিতার মা এবং ভাইকে কৃষ্ণনগর জেলে নিয়ে যায় পুলিশ৷ সেখানেই দেশরাজকে সামনে দেখে উত্তেজিত হয়ে পড়েন ঈশিতার মা৷ এর পরেই অবশ্য নিজেকে সামলে নেন তিনি৷ কান্নায় ভেঙে পড়েন ঈশিতার মা৷ দেশরাজকে দেখেই চিনতে পারেন ঈশিতার মা এবং ভাই৷ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেড প্রক্রিয়া সম্পন্ন হয়৷
advertisement
কুসুমদেবী পরে বলেন, আমি একশো শতাংশ নিশ্চিত এই ছেলেটিই আমার বাড়িতে এসেছিল৷ কী করে আমার নিষ্পাপ মেয়েটাকে এ ভাবে খুন করল, আমি সেটাই ভেবে পাচ্ছি না৷ দেশরাজকে দেখে আমারও ওকে নিজের হাতে শাস্তি দিতে ইচ্ছে করছিল৷ কিন্তু আইন হাতে তুলে নিতে চাইনি৷
advertisement
টিআই প্যারেড সম্পন্ন হওয়ার পর এবার কৃষ্ণনগর কাণ্ডে অভিযুক্ত দেশরাজকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ৷ দেশরাজের মামাকেও ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 6:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Update: দেশরাজকে দেখেই চিনতে পারলেন, কৃষ্ণনগর জেলে মেয়ের খুনির মুখোমুখি! কী বললেন ঈশিতার মা?