নওসাদ সিদ্দিকীর গ্ৰেফতারের প্রতিবাদে বসিরহাটের রাস্তায় অবরোধ! টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Last Updated:

বৃহস্পতিবার সকালে বসিরহাটের পাইকপাড়া এলাকায় বসিরহাট-ন্যাজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা।

News18
News18
advertisement
বসিরহাট , অনুপম সাহা: এসআইআর-ওয়াকফ প্রতিবাদের নামে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি হয় বুধবার। পুলিশ এবং আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধ রাজপথে। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের কোনও রকম অনুমতি ছাড়াই ধর্মতলায় ধর্নামঞ্চ তৈরির চেষ্টা করে আইএসএফ। আর তা তুলতে গেলেই পুলিশকে লক্ষ্য করে আইএসএফ কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ। রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা মেট্রো চ্যানেল। আটক করা হয় নওসাদ সিদ্দিকিকে।
advertisement
বিধায়ক নওসাদ সিদ্দিকীর গ্ৰেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাটের রাস্তায় দফায় দফায় অবরোধ করে আইএসএফ কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার সকালে বসিরহাটের পাইকপাড়া এলাকায় বসিরহাট-ন্যাজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন সকাল থেকে হাড়োয়ায় বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে দফায় দফায় অবরোধ, বিক্ষোভ আই এস এফ কর্মী সমর্থকদের। বৃহস্পতিবার সকালে প্রথমে হাড়োয়া – রাজারহাট রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকরা। হাড়োয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে চলে এসে আই এস এফ কর্মী সমর্থকরা হাড়োয়া -বেড়াচাঁপা রোডের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।হাড়োয়া থানার পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।
advertisement
মঙ্গলবার পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি বাঁধে আইএসএফ কর্মীদের। মাঝ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। যদিও পরে তাঁকে আটক করা হয়। সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যু-সহ মোট চার দফা দাবিতে বুধবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি ছিল আইএসএফ-এর। ধর্মতলা থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে শুরু হয় মিছিল। সেই মিছিল এগোলেই বাধা দেয় পুলিশ। ভাঙড়ের বিধায়ক নওশাদের অভিযোগ, পুলিশ মিছিল আটকানোর নামে তাঁর বুকে ঘুষি মেরেছে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নওসাদ সিদ্দিকীর গ্ৰেফতারের প্রতিবাদে বসিরহাটের রাস্তায় অবরোধ! টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement