পিছিয়ে থাকবে না গ্রাম, আন্তর্জাতিক মানের বার্ষিক শিক্ষা শিবির এবার নদিয়ায়
- Edited by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
রাজ্যের প্রতিটি জেলা থেকে মূলত গ্রামের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে নাচ, গান, আবৃত্তি, ব্রতচারী, ব্যায়াম পিটি, প্যারেড, শরীর শিক্ষা নানা শারীরিক এবং মানসিক বিকাশের জন্য
হবিবপুর: ছেলে মেয়েদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য ১৯৪৫ সাল থেকে রাজ্যভিত্তিক একটি সংগঠনের উদ্যোগে ৬৩ তম বার্ষিক শিক্ষা শিবির এবার নদিয়ার হবিবপুরে। শারীরিক কিংবা মানসিক বিকাশের জন্য, সরকারি বা বেসরকারি উদ্যোগ বেশিরভাগ শহরকেন্দ্রিক। গ্রামের ছেলে মেয়েরা এ কারণে অনেকটাই পিছিয়ে যোগাযোগের অভাবে। আর ঠিক সেই কারণেই এবার অনুষ্ঠিত হল নদিয়ার হবিবপুর রাঘবপুর পানপাড়ায়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয়েছে মহা সমারোহে। রাজ্যের প্রতিটি জেলা থেকে মূলত গ্রামের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে নাচ, গান, আবৃত্তি, ব্রতচারী, ব্যায়াম, পিটি, প্যারেড, শরীর শিক্ষা নানা শারীরিক এবং মানসিক বিকাশের জন্য। শুধু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নয় প্রতিবেশী বাংলাদেশ এবং নেপাল থেকেও ছেলেমেয়েরা এসেছে অংশগ্রহণ করতে। এই শিক্ষা শিবিরের শেষে কৃতিদের সার্টিফিকেট মেডেল প্রদান করে সংগঠন।
advertisement
advertisement
অন্যদিকে তাদের পারদর্শিতার বিচারে, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতার অংশগ্রহণের সহায়তা করবে তারা। বিরাট খরচের ব্যবহার সংগঠন জোগাড় করে থাকে স্থানীয় শুভাকাঙ্ক্ষী মানুষজন, পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এ ধরনের নানান প্রতিষ্ঠানের কাছে সাহায্যের মাধ্যমে। তবে সরকারি অনুদান বলতে কিছু পেলে, অনুষ্ঠানের আরও শ্রী বৃদ্ধি হয় এমনটাই জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 8:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পিছিয়ে থাকবে না গ্রাম, আন্তর্জাতিক মানের বার্ষিক শিক্ষা শিবির এবার নদিয়ায়