Birbhum News: পশু পাখির খেলা নেই তাতে কী! তবুও বোলপুরে চলছে আকর্ষণীয় সার্কাস

Last Updated:

Birbhum News: সার্কাস এই শব্দটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। বিশেষ করে আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরতলীর সর্বত্রই সার্কাস খেলা দেখানো হত।

+
সার্কাস

সার্কাস

বীরভূম: সার্কাস এই শব্দটির সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। বিশেষ করে আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরতলীর সর্বত্রই সার্কাস খেলা দেখানো হত। বাঘ, সিংহ ভাল্লুক এই সমস্ত পশুদের নিয়ে সার্কাস দেখার ধুম ছিল এক আলাদা। সার্কাস হল পারফরমারদের একটি ভ্রমণ সংস্থার নাম। এই পারফর্মাররা সাধারণত অ্যাক্রোব্যাট, ক্লাউন এবং প্রশিক্ষিত প্রাণী হয়, যদিও সার্কাসে সঙ্গীতশিল্পী, ট্র্যাপিজ এবং অন্যান্য স্টান্ট শিল্পীও থাকে।
তবে বর্তমানে পশু পাখি নিয়ে আর সার্কাস দেখানো হয় না। কিন্তু পশু পাখির খেলা নেই তাতে কী!বোলপুরে সার্কাসে আকর্ষণীয় চমক ভিড় টানতে জিমন্যাস্টিক খেলায় এখন ভরসা। রাজ্যের অন্যতম বিনোদন শিল্পের নাম ছিল সার্কাস। আর সেই সার্কাস শিল্প আজ প্রায় হারিয়ে গেছে। শীত পড়লেই শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতেই সার্কাস তাঁবু খাটায়। আগে বাঘ, সিংহ, হাতি ও অন্যান্য জীবজন্তুর খেলা দেখতে সার্কাসে ভিড় জমাতেন সাধারণ মানুষ।
advertisement
সার্কাসে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত ধরনের জীবজন্তুর খেলা। যা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমাতেন। বোলপুর ডাকবাংলো ময়দান বসেছে সার্কাস। লকডাউনের পর সব ওলোট পালট হয়ে যায়। বন্ধ হয়ে যায় সার্কাস। কেউ হয়ে যায় দিনমজুর। কেউ বা টোটো-অটো চালিয়ে দিন উপার্জনে নেমে পড়ে। কমে যায় সার্কাসে খেলোয়াড়ের সংখ্যা।
advertisement
advertisement
পরে তাঁদের জায়গা নিয়েছে বিদেশীরা। বোলপুরে এবছরও সার্কাসে রয়েছে শারীরিক কসরতের খেলা। সঙ্গে রয়েছে কিছু যুবক-যুবতীদের নানা ব্যালেন্সি-এর চমকীয় খেলা। গানের সঙ্গে নাচের তালে তালে খেলা দেখিয়ে দর্শকদের মন ভরাচ্ছে।অন্ধকারের মধ্যেই গ্লোবের মধ্যে কয়েকজন যুবকের দুরন্ত বাইক রেস, যুবক-যুবতীদের কখনও দড়ির উপরে উঠে জীবনের ঝুঁকি নিয়ে ব্যালান্সিং আছে আকর্ষণের তালিকায়। এমনিতেই নিষেধাজ্ঞা জেরে জীবজন্তুর খেলা বন্ধ, শুধু কী দর্শক ব্যালেন্স আর জিমনাস্টিকের খেলা দেখতে ভির জমাবেন তাঁবুতে নাকি অন্যান্য অনেক শিল্পের মতই বন্ধ হয়ে যাবে এই শিল্প। সেটাই বড় প্রশ্ন।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: পশু পাখির খেলা নেই তাতে কী! তবুও বোলপুরে চলছে আকর্ষণীয় সার্কাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement