Nadia News: আদালতে সটান ঢুকে পড়ল, বিচারের আশায় নয়, গরমে খানিক স্বস্তি পেতে, তারপর...!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Mainak Debnath
Last Updated:
Nadia News: চৈত্রের দাবদাহ আর গরমের হাত থেকে রক্ষা পেতে সটান হাজির মহকুমা আদালতে। বিচার পাবার আশায় নয়! গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।
নদিয়া: প্রখর গ্রীষ্মের বিচার পেতে আদালতের দ্বারস্থ মহেশ্বরের বাহন ভোলা। আদালতে যারা সাক্ষী বা আসামিদের আত্মীয়স্বজন, সবাই ভয়ে এক দিকে হয়ে গেছে।ভোলাবাবু নির্বিকার, শুধু দাড়িয়ে আছেন বিশাল চেহারা নিয়ে। এতক্ষন যার কথা বললাম সেই ভোলাবাবুর পরিচয় হল শিব ঠাকুরের বাহন ষাঁড়।
চৈত্রের দাবদাহ আর গরমের হাত থেকে রক্ষা পেতে সটান হাজির মহকুমা আদালতে। বিচার পাবার আশায় নয়! গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। বারান্দাতে ফ্যানের হাওয়া সেই সঙ্গে ঠান্ডা পরিবেশ এই জায়গাটায় বেছেছেন। ঘণ্টা তিনেক এই রকম পরিবেশে থেকে কিছুটা গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই জায়গা বেছে নেওয়া।
advertisement
advertisement
গরমের তাপদাহ থেকে বাঁচতে একটু ঠান্ডা আশ্রয়ের খোঁজে রানাঘাট আদালতের ভিতরে আশ্রয় নিল একটি পূর্ন বয়স্ক ষাড়। এর জেরে আদালতে আসা পুলিশ কর্মী থেকে বিচার প্রার্থী ও আইনজীবীরা সমস্যার সম্মুখীন হলেও মানবিকতার পরিচয় দিয়ে ষাড়টিকে না তাড়িয়ে তার জন্য পানীয় জল ও খাবারের ব্যবস্থা করেন আদালতের কর্মীরা।
জানা যায়, আনুমানিক বেলা ১২:৪০ নাগাদ একটি বিশালাকার ষাড় রানাঘাট আদালতের ভিতরে ঢুকে পড়ে। এবং যে জায়গায় পাখা আছে সেই হওয়ার নীচে দাঁড়িয়ে পড়ে। ঘটনার জেরে আদালতের প্রবেশদ্বার রুদ্ধ হয়ে পড়লেও বিষয়টিকে মানবিকতার দিক দিয়ে দেখেছেন আদালতে আসা মানুষজন।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2024 9:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: আদালতে সটান ঢুকে পড়ল, বিচারের আশায় নয়, গরমে খানিক স্বস্তি পেতে, তারপর...!