Inspirartion: টিফিনের পয়সা বাঁচিয়ে দ্বাদশ শ্রেণীর এই মেধাবী পড়ুয়া রাস্তায় যা যা করে...জানলে চমকে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Inspirartion: পড়ার অবসরে করে এই কাজ, নিজের জমানো অর্থে, টিফিন খরচ বাঁচিয়ে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া যা করে জানলে অবাক হবেন।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: বয়স অল্প তবে ভাবনা সুদূর বিস্তৃত। ছোট থেকেই পশুপ্রেম তার। রাস্তার অবলা পথকুকুরদের বন্ধুসুলভ আচরণ, তাদের বিশ্বাসযোগ্যতা তাকে বেশ ভাবিয়েছে। বাড়িতে পোষ মানানো বিভিন্ন গৃহপালিত পশু নয়, রাস্তার পথপুকুর, ষাঁড় এদেরও জীবন রয়েছে। তাই পড়ার অবসরে রাস্তার পথপুকুরদের খাওয়ানো, তাদের চিকিৎসা এমনকি বিভিন্ন বিপদসঙ্কুল পরিবেশ থেকে তাদের উদ্ধার করে সেবা সুশ্রূষা করে চলে তার দিন। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে সে, তবে অবসর সময় কাটে এদের সঙ্গে। তার এই পশু প্রেম, পশুদের প্রতি ভালবাসা অবাক করবে। সমাজের কাছে দৃষ্টান্ত দ্বাদশ শ্রেণীর এই পড়ুয়া।
বাড়ি প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। ছোটবেলা থেকেই পশুদের প্রতি অগাধ ভালবাসা তার। ছোট থেকেই তাদের খাওয়ানো, দেখাশোনা করা এভাবেই চলত। তবে গত বেশ কয়েক বছর সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেছে রাস্তার পশুদের সেবায়। নিজের জমানো অর্থে, টিফিনের খরচ বাঁচিয়ে দ্বাদশ শ্রেণীর এই পড়ুয়া করে চলে পশুদের চিকিৎসা। দিনে দুবার পথে-কুকুরদের খাওয়ানো তার রুটিন। বিভিন্ন নাম ধরে ডাকলে তার কাছে ছুটে আসে রাস্তার কুকুররা। কখনোও বিস্কুট আবার কখনও ভাত খাওয়ায় সে। শুধুই যে খাইয়েছে তা নয়, তাদের রোগ অসুখ হলে চিকিৎসা, সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলা-এটাই রুটিন।
advertisement
আরও পড়ুন : ১ চামচ ঘিয়েই সাফ অম্বল, পেটফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য! শুধু দিনের ‘এই’ সময়ে, ‘এ ভাবে’ খেলেই মুশকিল আসান পেটের সব সমস্যার
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের সাউরি এলাকার বাসিন্দা সোহম ভট্ট। সোহম বর্তমানে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তবে এই বিদ্যালয় জীবন থেকে নিজের জমানো অর্থ, বাড়িতে দেওয়া টিফিনের খরচ বাঁচিয়ে রাস্তার কুকুরদের খাওয়ানো তার প্রতিদিনের রুটিন। যদিও পরিবার ও গ্রামের লোক বেশ সহযোগিতা করে তাকে। আগামীতে পশু চিকিৎসক হওয়ার ইচ্ছে তার। সেভাবেই পড়াশোনা করছে সে।
advertisement
advertisement
তবে তার অনুরোধ, পথের পশুদের সেবা না করতে পারলেও তাকে কোনও ভাবে আঘাত করা উচিত নয়। তাদের লক্ষ্য নজর দিয়ে দেখার অনুরোধ জানিয়েছে সে। তবে মাত্র সামান্য বয়সে তার এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2024 5:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Inspirartion: টিফিনের পয়সা বাঁচিয়ে দ্বাদশ শ্রেণীর এই মেধাবী পড়ুয়া রাস্তায় যা যা করে...জানলে চমকে যাবেন