কোনও তারকা নন! এই দুর্গাপুজোর উদ্বোধন করলেন কারা? জানলে চমকে উঠবেন... 

Last Updated:

দেবীপক্ষের সূচনাতেই এই পুজোর অভিনব উদ্বোধন হয়েছে।

+
দুর্গাপুজোর

দুর্গাপুজোর উদ্বোধনে কিন্নর সমাজ

কোলাঘাট: দুর্গাপুজো মানে, থিমের চমক। পাশাপাশি উদ্বোধনেও একে অপরকে টেক্কা দিতে  সেলিব্রিটি ও রাজনৈতিক নেতাদের ডাক পড়ে। কিন্তু এবার ভিন্ন পথে হাঁটল একটি পুজো কমিটি। পুজোয় এক অভিনব মানবিক ভাবনা কোলাঘাট নতুন বাজার সংকেত ছাত্র সংঘের। দুর্গাপুজোর আনন্দ সবার, এই ভাবনাকে মাথায় রেখে পুজোর উদ্বোধনের চমক। কোলাঘাটে ৫৩ তম বর্ষের শারদোৎসবে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করেন কিন্নর সমাজের মহিলারা। কিন্নর মহিলারা এই সমাজের অঙ্গ এই বার্তা তুলে ধরতে দুর্গাপুজোর উদ্বোধনে বড় চমক।
বাঙালির শারদোৎসব বর্তমানে বিশ্ব ঐতিহ্য শিরোপায় গৌরবান্বিত। বিভিন্ন পুজো কমিটির দুর্গাপুজোর আয়োজনে নানা ভাবনা বিবিধ কর্মসূচি এবং শিল্পকলার উৎকর্ষতার জোয়ার বয়ে যায়। কোলাঘাটে বিরামহীন বয়ে চলা রূপনারায়ণ নদীর পাড়ে নতুন বাজার সংকেত ছাত্র সঙ্ঘের শারদোৎসব এই বছর ৫৩ বছরে পদার্পণ করল। এমনিতেই সারাবছর বহুমুখী জনকল্যাণ মূলক এবং সমাজ সচেতনতার কাজে এই ক্লাবের নাম জেলা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত। দেবীপক্ষের সূচনাতেই এই পুজোর অভিনব উদ্বোধন হয়েছে। কিন্নর সমাজের প্রতিনিধিরা করলেন দুর্গা প্রতিমার আবরণ উন্মোচন। মহিলা স্বাস্থ্যকর্মীর প্রজ্বলন করলেন মঙ্গলদ্বীপ।
advertisement
এই বছর এই পুজোর সূচনা করলেন কিন্নর সমাজের প্রায় ১৫ জন প্রতিনিধি এবং এলাকার সরকারি মহিলা স্বাস্থ্যকর্মীবৃন্দ। উদ্বোধকদের ফুল, চন্দন, উত্তরীয়, নববস্ত্রে, স্মারক ও মিষ্টান্নের শারদ সম্মানে সম্বর্ধনা দেওয়া হয়। এই পুজো কমিটির সম্পাদক সম্রাট ভৌমিক জানিয়েছেন, “কেবলমাত্র জন্মগত কারণে ভিন্ন লিঙ্গ ও শারীরিক গঠনের জন্য এক শ্রেণির মানুষ আজও সামাজিকভাবে বৈষম্যের শিকার হয়ে আসছেন। নিত্যজীবনে বিভিন্নভাবে তাঁরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। আমরা এই উদ্যোগের মাধ্যমে এই বার্তাই দিতে চাই যে, ওনারা এই সমাজের এবং আমাদেরই কাছের মানুষ। এছাড়াও যে সমস্ত সরকারি মহিলা স্বাস্থ্যকর্মী মানুষের সেবায় দায়িত্ব ও কর্তব্য পালনে দিবারাত্র এবং সাধ্যাতীতভাবে কাজ করে চলেছেন, আমরা তাদের পাশে থাকার বার্তা দিতে চেয়েছি।”
advertisement
advertisement
মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধ, বিবাহ অনুষ্ঠানে পণ প্রথার বিরুদ্ধে, ডেঙ্গি প্রতিরোধ, প্লাস্টিক দূষণ রোধে, পথ নিরাপত্তা নিয়ে বিভিন্ন মডেল-সহ চিত্র প্রদর্শনী। এবারের অন্যতম আকর্ষণ চন্দননগরের জগদ্ধাত্রী ঘরানার প্রায় বিশ ফুট উচ্চতার স্বর্ণালী গহনার সাজে সজ্জিতা দুর্গা মূর্তি উদ্বোধনের মাধ্যমে কোলাঘাটে পুজো উৎসবের আমেজ ও মেজাজ ছড়িয়ে পড়ল বলা যায়। আমরা সবাই যখন আনন্দে মেতে উঠি, তখন কিন্নর মহিলারা পুজোর আনন্দ থেকে বঞ্চিত হয়। তাঁদের পুজোর উৎসবে সবার সঙ্গে সামিল করতেই এই উদ্যোগ নেয় পুজো উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোনও তারকা নন! এই দুর্গাপুজোর উদ্বোধন করলেন কারা? জানলে চমকে উঠবেন... 
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement