Republic Day : প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তায় জোর রেলের, দিনভর নাকা চেকিং ক্যানিং স্টেশনে

Last Updated:

Republic Day: বুধবার প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের প্রবেশদ্বার কিংবা সিংহ দুয়ার ক্যানিং ষ্টেশন সহ ক্যানিং শাখার বিভিন্ন স্টেশনে তল্লাশি অভিযান চালানো হয় রেলের পক্ষ থেকে।

+
চলছে

চলছে চেকিং রেলের তরফ থেকে

দক্ষিণ ২৪ পরগনা: প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করল রেল সুরক্ষা বল। বুধবার প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের প্রবেশদ্বার কিংবা সিংহ দুয়ার ক্যানিং ষ্টেশন সহ ক্যানিং শাখার বিভিন্ন স্টেশনে তল্লাশি অভিযান চালানো হয় রেলের পক্ষ থেকে। এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং রেলওয়ে ষ্টেশনে তল্লাশি অভিযান চালায় আরপিএফ। ষ্টেশনের বিভিন্ন প্রান্ত, ষ্টেশন লাগোয়া ঘিঞ্জি এলাকা, ট্রেনের ভিতর এমনকি রেল যাত্রীদের ব্যাগপত্রে তল্লাশি চালায় রেল পুলিশ কর্মীরা।
প্রজাতন্ত্র দিবসে আগে যাতে করে কোনরকম হিংসাত্মক, নাশকতার ঘটনা রেল চত্বরে না ঘটে সেই কারণেই এই উদ্যোগ বলে জানান পুলিশ কর্মীরা। অন্যান্য বছরের ন্যায় স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের আগে রেলের সুরক্ষা জোরদার করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সুন্দরবন লাগোয়া এলাকা হওয়ায় সুন্দরবনের জলপথ ব্যবহার করে দুষ্কৃতীরা এইসব এলাকায় ঢুকে নাশকতা চালানোর একটা বড় ধরনের আশঙ্কা থেকেই যায়। আর সেই কারণেই প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন নিরাপত্তা বাড়ানো হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে।
advertisement
advertisement
বুধবার সকাল থেকেই বিভিন্ন যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে সন্দেহ ভাজন কিছু দেখলেই তল্লাশি করছেন রেল পুলিশ কর্মীরা। রেল পুলিশের এই তৎপরতায় খুশি সাধারণ যাত্রীরা। তবে শুধুমাত্র স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস নয়, সারা বছর ধরেই রেলের এই নিরাপত্তা ব্যবস্থা থাকলে আরও ভালো হতো বলেই দাবী সাধারণ রেলযাত্রী উৎপল বসু,তারক দাস,গোপাল সর্দার সহ অন্যান্য নিত্যযাত্রীরা। নাশকতা রুখতে পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে সাধারণ নিত্য রেলযাত্রীরাও।
advertisement
Suman Saha
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Republic Day : প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তায় জোর রেলের, দিনভর নাকা চেকিং ক্যানিং স্টেশনে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement