Rail: কমছে সময়, আরও উন্নত ট্রেন পরিষেবা! বাঁকুড়াবাসীর জন্য বিরাট উপহার রেলের, জানুন ট্রেনের নয়া সময়সূচি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Rail: বাঁকুড়া থেকে মসাগ্রাম হয়ে যাত্রিবাহী ট্রেন সোজা পৌঁছবে হাওড়া স্টেশনে। মাঝে আর ট্রেন পাল্টাতে হবে না যাত্রীদের।
বর্ধমান: অবশেষে বাঁকুড়া থেকে মসাগ্রাম হয়ে যাত্রীবাহী ট্রেন সোজা পৌঁছবে হাওড়া। মাঝে আর ট্রেন পাল্টাতে হবে না যাত্রীদের। সামনে এসে গেল ট্রেন চলাচলের সময়সূচি! মসাগ্রাম স্টেশনে মিশে যাবে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল। হাওড়া-বাঁকুড়া রেল যোগাযোগের নতুন দিগন্ত, শীঘ্রই ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে মসাগ্রাম রুটে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে বাঁকুড়া-মসাগ্রাম রেলপথে। হাওড়া থেকে বাঁকুড়া যাত্রা এবার হবে আরও সহজ। খুবই অল্প সময়ের মধ্যেই পৌঁছনো যাবে বাঁকুড়া থেকে হাওড়া।
হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মসাগ্রাম জংশন রেল স্টেশনে। গত নভেম্বরে সমস্ত কাজ শেষ হয়েছে। এই রুটে ট্রেন চালুর জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তাঁর ফেসবুক পেজে এই নতুন রুটে প্রস্তাবিত ট্রেন সময়সূচি শেয়ার করেছেন। যদিও পরিষেবা শুরু হওয়ার নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি। তবু দুটি সম্ভাব্য সময়সূচি সামনে আসায় যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ। যাত্রীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সময় নির্ধারণ হবে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি, রাজ্যে কবে খুলবে স্কুল-কলেজ? বাড়ল নাকি কমল ছুটি? লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য এল নির্দেশ
বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহণ ওয়েলফেয়ার সমিতির সাধারণ সম্পাদক সুপ্রকাশ সামন্ত বলেন, প্রকাশিত সময়সূচি অনুযায়ী সকালে হাওড়া যাওয়ার জন্য আমাদের সুবিধা হবে, কিন্তু বিকেলে কোনও ট্রেন নেই। আমরা সাংসদকে জানিয়েছিলাম উনি আবার একটা প্রপোজাল রেল মন্ত্রীকে দিয়েছেন। এবার দেখা যাক কী হয়, কারণ একটা ট্রেন নিয়ে আমাদের চলবে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মহিলাদের অন্তর্বাস চুরি করাই তার ‘নেশা’! কীভাবে হাতেনাতে পাকড়াও? প্রাথমিক শিক্ষকের কাণ্ডে তোলপাড় আলিপুরদুয়ার
পয়লা বৈশাখে লাইন চালু হয়ে যাওয়ার কথা ছিল। তবে এই সময়সূচির জন্য হয়ত সময় লাগছে কিন্তু কাজ মোটামুটি শেষের দিকেই। এই নতুন রুটে ট্রেন চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া পৌঁছতে সময় অনেকটাই কমবে। এতদিন বহু সাধারণ মানুষের জন্য এই যাত্রাপথ ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টকর। দক্ষিণ দামোদর অঞ্চল-সহ ইন্দাস, পাত্রসায়রের বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন। এতদিন বর্ধমান কিংবা দুর্গাপুর থেকে ট্রেন ধরতে হত, কিন্তু এবার তাঁরা সরাসরি কলকাতার সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
advertisement
নতুন এই রেল পরিষেবা শুধু যাত্রীদের যাতায়াতেই সুবিধা দেবে না, বরং এলাকার শিক্ষা, ব্যবসা ও পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। এখন সকলের অপেক্ষা, কবে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। তবে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তাঁর ফেসবুক পেজে এই নতুন রুটে প্রস্তাবিত ট্রেন সময়সূচি শেয়ার করার পর অনেকেই সময়সূচি পরিবর্তন করার জন্য আবেদন জানিয়েছিলেন। সেই মতো সাংসদ সৌমিত্র খাঁ পুনরায় রেল প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টুর সঙ্গে দেখা করেন এবং সময়সূচি পরিবর্তনের জন্য আবেদন জানিয়েছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 5:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail: কমছে সময়, আরও উন্নত ট্রেন পরিষেবা! বাঁকুড়াবাসীর জন্য বিরাট উপহার রেলের, জানুন ট্রেনের নয়া সময়সূচি
