Indian Postal Service: নিজের ছবি দিয়েই হবে পোস্টাল স্ট্যাম্প! জানেন কি ডাকঘরে মেলে এই সুবিধা

Last Updated:

Post Office's New Venture: পোস্ট অফিসের বিভিন্ন আধুনিক পরিষেবার মধ্যে অন্যতম নিজের ছবি স্ট্যাম্প যা মানুষের ভীষণ আকর্ষণের

+
নিজের

নিজের ছবি দিয়ে পোস্টাল স্ট্যাম্প

হাওড়া: ইদানিংকালে নানা পরিষেবার মাধ্যমে ডাকঘর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে৷  ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ডিসিডিপি) যার লক্ষ্য পোস্ট বিভাগের নতুন পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো, সরকারের তথ্য ও পরিষেবাগুলি একীভূত করা, সরকারি প্রকল্পগুলির জন্য গ্রাহক তালিকা প্রসারিত করা৷ এই প্রোগ্রামে দারুণভাবে মানুষ আগ্রহ যে বিষয়ে তা হল গ্রাহকের ছবি স্ট্যাম্প৷  পোস্ট বিভাগের পক্ষ থেকে গ্রাহকের ছবি তুলে সঙ্গে সঙ্গে স্ট্যাম্প বানিয়ে দিয়ে থাকেন৷  এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন, পোস্টমাস্টার জেনারেল দক্ষিণব ঋজু গঙ্গোপাধ্যায়৷
ডাকঘর এখন পৌঁছে যাচ্ছে মানুষের কাছে৷  ডিএকে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের লক্ষ্য হল পেমেন্ট ব্যাংক পরিষেবা, ই-কমার্স এবং রফতানি সুবিধা পরিষেবা, নাগরিককেন্দ্রিক পরিষেবা এবং ডাক বিভাগের আর্থিক পরিষেবাগুলি নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া৷ যেখানে নতুন একাউন্ট তৈরি থেকে অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম আধার এবং অন্যান্য গ্রাহক পরিষেবা | বিশেষ করে বর্তমান এবং নতুন নানা পরিষেবা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে৷
advertisement
advertisement
ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের লক্ষ্য হল ভারতীয় ডাকঘরের -এর নতুন পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা৷ শুধু তাই নয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তথ্য ও পরিষেবাগুলিকে একীভূত করা৷  এমনকি সরকারি প্রকল্পগুলির জন্য গ্রাহক তালিকাভুক্তি সম্প্রসারণ করা,পরিকল্পনা ও বাস্তবায়ন করা৷
advertisement
ভারতীয় ডাকঘরের তরফে ডাক মেলাগুলোতে তিনটি পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, সেগুলি হল আধার পরিষেবা প্রদান,একাউন্ট ওপেনিং পরিষেবা এবং মাই স্ট্যাম্প পরিষেবা পৌঁছে দেওয়া যেখানে মানুষ নিজের ছবি দিয়ে নিজের স্ট্যাম্প বের করতে পারেন৷ এই স্টাম্পের সুবিধা হল পুরো শিটে ১২ টা স্টাম্প থাকবে, পুরো শিট থাকবে ৩০০ টাকা স্টাম্পে৷ সেখানে নিজের অথবা নিজের প্রিয়জনের ছবি দেওয়া ৫ টাকা দামের ১২ টা স্ট্যাম্প থাকছে, যা মানুষ ব্যবহার করতে পারবে৷ যাদের কাছে অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ কম তাঁদের কাছে ডাকঘর তাঁদের অধিকার, প্রাপ্য সুযোগ সম্পর্কে অবহিত করার চেষ্টা চালাচ্ছে৷
advertisement
Rakesh Maity
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Postal Service: নিজের ছবি দিয়েই হবে পোস্টাল স্ট্যাম্প! জানেন কি ডাকঘরে মেলে এই সুবিধা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement