Indian Paradise Flycatcher: সহজে দেখা মেলে না এই পাখির, সন্ধান পেতেই বর্ধমানের গ্রামে ছুটে আসছে সবাই
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Indian Paradise Flycatcher: ভারতীয় প্রজাতিরই এক বিশেষ পাখির ছবি তুলতে ছুটে আসছে সবাই। আর জায়গাটাও কিন্তু পাখিরালয়ে নয়। ভারতীয় প্রজাতির এই পাখির দেখা মিলেছে পূর্বস্থলী-২ ব্লকের বেলগাছি গ্রামে
পূর্ব বর্ধমান: পাখির ছবি তোলার জন্য উপচে পড়ল ভিড়। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পাখিপ্রেমীরা। নামি দামি ক্যামেরা সঙ্গে ট্রাইপড নিয়ে ভিড় বহু ফটোগ্রাফারের। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লকের একটি গ্রামে ধরা পড়ল এমনই ছবি।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পাখিরালায় বেশ জনপ্রিয়।শীতের মরশুমে এক ঝাঁক পরিযায়ী পাখির দেখা মেলে এখানে। রং-বেরঙের পাখির ছবি ক্যামেরাবন্দি করতে আসেন বহু পাখিপ্রেমী। কিন্তু এবার কোনও পরিযায়ী পাখি নয়, ভারতীয় প্রজাতিরই এক বিশেষ পাখির ছবি তুলতে ছুটে আসছে সবাই। আর জায়গাটাও কিন্তু পাখিরালয়ে নয়। ভারতীয় প্রজাতির এই পাখির দেখা মিলেছে পূর্বস্থলী-২ ব্লকের বেলগাছি গ্রামে।
advertisement
advertisement
যে পাখিটিকে নিয়ে এত উন্মাদনা তার নাম ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। স্থানীয় বাসিন্দা সৌরভ দাস বলেন, এখানে এই পাখিটার বাসার সন্ধান পাওয়া গেছে। ওটা সচরাচর দেখা যায় না। কিন্তু বাসাটা যেহেতু লোকালয়ের মধ্যে করেছে তাই পাখিপ্রেমীদের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছে। প্রতিদিন তার ছবি তুলতে কলকাতা সহ অন্যান্য জেলা থেকে ২০-২৫ করে আসছেন।
advertisement
জানা গিয়েছে এই ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার পাখিকে সাধারণত সচরাচর দেখা যায় না। কিন্তু সেই পাখিটিই বেলগাছি গ্রামের একটি আম বাগানে বাসা বেঁধে তিনটি ছানার জন্ম দিয়েছে। আর এহেন ঘটনা চোখে পড়ার পর থেকেই এই পাখিকে দেখার জন্য উত্তেজনার সৃষ্টি হয় সকলের মধ্যেই।
পাখির খবর পেয়ে বহু দূর-দূরান্ত থেকে গত পাঁচ-ছয় দিনে বহু পাখি প্রেমী মানুষ ছুটে এসেছেন। নামি দামী ক্যামেরা এনে বন্দি করেছেন ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার পাখির সুন্দর সুন্দর ছবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনটে বাচ্চা সহ মোট পাঁচটা পাখি ছিল। কিন্তু এখন সব পাখিই উড়ে গিয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 10:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Paradise Flycatcher: সহজে দেখা মেলে না এই পাখির, সন্ধান পেতেই বর্ধমানের গ্রামে ছুটে আসছে সবাই