Independence Day 2025: ৩০০ ফুটের তিরঙ্গা যাত্রা! হা করে দেখল শহরবাসী, কোথায় এমন 'আরম্ভ'?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
৩০০ ফুটের বিশালাকার তিরঙ্গা মাথায় নিয়ে বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলায় কাটোয়া শহরের যুবক-যুবতি থেকে শুরু করে অগণিত মানুষ।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ ৭৯’তম স্বাধীনতা দিবস উপলক্ষে মেতে উঠেছিল গোটা দেশ। শুক্রবার সারাদিন দেশব্যাপী চলে স্বাধীনতা দিবস উদযাপন। দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জায়গায় হয়েছে পতাকা উত্তোলন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই রকমই স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ‘আরম্ভ’ নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। তিরঙ্গা মাথায় নিয়ে বর্ণাঢ্য পদ যাত্রার এই ছবি ধরা পড়ল কাটোয়া শহরে।
কাটোয়া শহরের মধ্যে আরম্ভ নামক এই গ্রুপের পরিচালনায় আয়োজিত হয় তিরঙ্গা যাত্রা। যেখানে তিরঙ্গার দৈর্ঘ্য ছিল ৩০০ ফুট। বিশালাকার তিরঙ্গা মাথায় নিয়ে বর্ণাঢ্য পদযাত্রায় পা মেলায় কাটোয়া শহরের যুবক-যুবতি থেকে শুরু করে অগণিত মানুষ।
আরও পড়ুনঃ রিল নয় রিয়েল, কাটোয়ার ‘এই’ চিকিৎসক যেন বলিউড ‘সুপারস্টার’! ৫৬ বছর বয়সে যে কাণ্ড ঘটাচ্ছেন রোজ রোজ…জানুন
৭৯’তম স্বাধীনতা দিবস উপলক্ষে আরম্ভের এই কর্মকাণ্ডের সূচনা করেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা এবং কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি। এই বিষয়ে সংস্থার প্রেসিডেন্ট সৌম্য রুদ্র ব্যানার্জী বলেন, “বহু মানুষ আমাদের সঙ্গে পা মিলিয়েছেন। এটা খুবই একটা আনন্দের বিষয়। আর আগামী দিনেও আমরা নতুন কিছু শহরবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করব। শহরবাসী, পুলিশ প্রশাসন অনেক সাহায্য করেছেন।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঠিকাদারদের দায়সারা কাজ! মাশুল গুনতে হচ্ছে কেতুগ্রামের নিরীহ গ্রামবাসীদের, দুশ্চিন্তায় দু’চখের পাতা এক করা দায়
জানা গিয়েছে , বছর কয়েক আগে কাটোয়া শহরের আরএমসি ময়দান থেকে এই তিরঙ্গা যাত্রার সূচনা হয়েছিল। কিন্তু দু’বছর ধরে এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে কাটোয়া শহরের কাশীরাম দাস বিদ্যায়তন প্রাঙ্গণ থেকে। প্রথমে ৫০ ফুট দৈর্ঘ্যের তিরঙ্গা দিয়ে শুরু করলেও বর্তমানে ৩০০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার তিরঙ্গা নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয় এই সংস্থার পক্ষ থেকে। বর্ণাঢ্য এই তিরঙ্গা যাত্রায় ছিল আদিবাসী নৃত্য, ক্লাব ব্যান্ড, ঢাক, সাকসোফোন, রনপা-সহ আরও নানা আয়োজন। কাটোয়া শহরের বাসিন্দা সায়ন্তি বৈরাগ্য বলেন, “আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকি। আর এইরকম তিরঙ্গা যাত্রা কাটোয়া শহরে হয় এটা চরম আনন্দের বিষয়, আমাদের খুবই ভাল লাগে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাটোয়া শহরে আয়োজিত এই তিরঙ্গা যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ যোগদান করেন। সমগ্র পদযাত্রাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এই সংস্থা। আগামীতেও শহরবাসীর জন্য এহেন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে সংস্থার তরফে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 10:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day 2025: ৩০০ ফুটের তিরঙ্গা যাত্রা! হা করে দেখল শহরবাসী, কোথায় এমন 'আরম্ভ'?