Bangla News: বারবার ঘর মুছেও রেহাই নেই! হু হু করে বেড়েই চলেছে চর্মরোগ, কি ঘটছে এলাকায়?

Last Updated:

Skin Disease: স্পঞ্জ আয়রন কারখানাগুলি চলছে। কারখানা কর্তৃপক্ষ দূষণ নিয়ন্ত্রণের নিয়মের তোয়াক্কা করছে না। তার ফলেই গোটা এলাকা জুড়ে বাড়ছে দূষণের পরিমাণ।

+
প্রতীকী

প্রতীকী ছবি।

রানীগঞ্জ: আগে এমনটা ছিল না। কিন্তু এখন ছোট থেকে বড়, সকলেই চর্ম রোগের শিকার হচ্ছেন। বারবার ঘর মুছেও রেহাই পাওয়া যাচ্ছে না। রেহাই পায়নি এলাকার জলাশয়গুলি। দূষিত হয়ে উঠেছে এলাকার জল। কালিতে মাখামাখি চতুর্দিক। ঘর থেকে বেরোলেই লড়াই করতে হচ্ছে দূষণের সঙ্গে। বাড়ি ফিরে স্নান না করলে স্বস্তি নেই, এমনই অভিযোগ স্থানীয়দের। কারণ শিল্পতালুক।
রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুক। সেখানে রয়েছে বেশ কয়েকটি স্পঞ্জ আয়রন কারখানা। এলাকাবাসীর অভিযোগের তির ওই কারখানাগুলির দিকেই।
advertisement
স্থানীয়দের ঠিক কি অভিযোগ?
এলাকার মানুষজন বলছেন, স্পঞ্জ আয়রন কারখানাগুলি চলছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দূষণ নিয়ন্ত্রণের নিয়মের তোয়াক্কা করছে না। তার ফলেই গোটা এলাকা জুড়ে বাড়ছে দূষণের পরিমাণ। কারখানার দূষিত ছাইয়ে জেরবার স্থানীয়রা। কারখানার দূষিত ছাই এবং ধোঁয়ার জেরে এলাকার গাছগুলি ঢেকে যাচ্ছে। নষ্ট হচ্ছে জলাশয়ের জল। একই সঙ্গে কারখানার দূষিত ছাইয়ের ফলে স্থানীয়দের ঘরবাড়ি গুলিও দূষিত হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়া মৃত্যুতে বাড়ছে ক্ষোভ! যাদবপুরের ছাত্রীদের সোশ্যাল মিডিয়ায় কদর্য আক্রমণ, অভিযোগ দায়ের
যে কারণে নানারকম শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই প্রশাসনের কাছে স্থানীয়দের অনুরোধ, যাতে কারখানাগুলির দূষণ নিয়ন্ত্রণের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। একইসঙ্গে স্থানীয়রা বলছে, শিল্প তালুকে যে সমস্ত কারখানা গুলি চলছে, সেখানে স্থানীয় বেকার যুবক-যুবতীরা তেমন কাজ পাচ্ছেন না। যদি ওই কারখানা গুলিতে স্থানীয়দেরও কাজের সুযোগ দেওয়া হয়, তাহলে এলাকার মানুষজন উপকৃত হবেন। তাই কারখানা কর্তৃপক্ষ যাতে সে দিকটিতেও একটু নজর দেয়, সেই দাবিও তুলছেন মঙ্গলপুরের মানুষ।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বারবার ঘর মুছেও রেহাই নেই! হু হু করে বেড়েই চলেছে চর্মরোগ, কি ঘটছে এলাকায়?
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement