Hooghly News: বেহাল অবস্থার মধ্যেই চলছে খানাকুলে প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
খানাকুলে প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দুটি শিক্ষা কেন্দ্র ভেঙে পড়ে রয়েছে।
খানাকুল: রাজ্যের প্রাথমিক শিক্ষাব্যবস্থা ও শিশুশিক্ষা কেন্দ্রগুলি বেহাল অবস্থার যে কোনরূপ পরিবর্তন হয়নি সে ব্যাপারে আবারও প্রমাণ মিলল আরামবাগ মহকুমার খানাকুলে। খানাকুল ১ নম্বর ব্লকের ঘোষপুর পঞ্চায়েতের পিলখা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দুটি শিক্ষা কেন্দ্র ভেঙে পড়ে রয়েছে। এই দুটি শিক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা আতঙ্কে থাকে। সব সময় নিরাপত্তাহীনতায় ভুগেন। ব্যস্ততম রাজ্য সড়কের পাশে শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। অন্যদিকে স্কুলের পাশে বিরাট পুকুর সহ ভয়ংকর জঙ্গলে পরিণত হয়েছে বিদ্যালয়টি।
স্বাভাবিকভাবেই ছোট ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তায় থাকে অভিভাবকরা। যেকোনো সময় ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে। তাই স্কুলের মধ্যে চাবি দিয়ে রাখেন,তাছাড়াও ছাত্রছাত্রী সংখ্যা ক্রমশ কমছে। এই বিষয়ে প্রধান শিক্ষক জানান, “বিদ্যালয়টি ভেঙে পড়ছে এবং সাপ ও পোকামাকড়ের আতঙ্কে ভুগছেন স্কুলের ছেলেমেয়েরা। বারবার প্রশাসনতে বলেও কোন কাজ হয়নি। অভিযোগ, স্কুলে বাউন্ডারি না থাকার কারণে মদ্পয যুবকদের অত্যাচারের শেষ নেই। যার ফলে চরম সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। আর এই সমস্যার জেরেই দিন দিনসংখ্যা কমছে স্কুলের ছেলেমেয়েদের ।”
advertisement
advertisement
অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা জানান, “বাড়ির ছাদ সেভাবে নেই। কোনরকমে ভাঙাচোরা দেওয়ালের মধ্যে দিয়ে চলছে খুদে পড়ুয়ারাদের পঠন পাঠন। একটু বৃষ্টি হলে ছেলেমেয়েদের পড়াশুনা বন্ধ করে দিতে হয়।” বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। এর ফলে চরম আতঙ্কে দিন কাটছে প্রত্যেকের। তারা অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন।
advertisement
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বেহাল অবস্থার মধ্যেই চলছে খানাকুলে প্রাথমিক বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র