আগে জল, পরে প্রচার, ভোটের প্রচার নিষিদ্ধ করলেন পুরুলিয়ার এই গ্রামের মহিলা ব্রিগেড

Last Updated:

এই গ্রামে কোনো রাজনৈতিক দলকেই গ্রামের দেওয়ালে একটিও আঁচড় কাটতে দেননি মহিলারা ৷

#পুরুলিয়া: ভোটের প্রচার নিষিদ্ধ করল পুরুলিয়ার কোটলুই গ্রামের মহিলারা ৷ যখন ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখন চলছে জোর কদমে, তখন শুধু ব্যাতিক্রম পুরুলিয়ার ১ নং ব্লকের কোটলই গ্রাম ৷ এই গ্রামে কোনো রাজনৈতিক দলকেই গ্রামের দেওয়ালে একটিও আঁচড় কাটতে দেননি মহিলারা ৷
পুরনো পঞ্চায়েত নির্বাচনের কিছু দেওয়াল লিখন নজরে পড়লেও, লোকসভা নির্বাচনের কোনও দেওয়াল লিখন করতে দেননি গ্রামের মহিলারা ৷ এমনকি রীতি মতো পালা করে গ্রামের মহিলারা পাহারা দিচ্ছেন, যাতে কেউ ভোটের প্রচারে দেওয়াল লিখতে না পারেন ৷ কেন এমন সিদ্ধান্ত গ্রামের মহিলাদের? তা নিয়ে সাফ জানালেন তাঁরা ৷
এই গ্রামের বাসিন্দাদের বক্তব্য, ভোট আসে, ভোট যায় ৷ জলের সমস্যার সমাধান হয় না ৷ বারে বারে প্রাশাসনকে জানিও লাভ হয়নি ৷ গ্রামের কুয়ো থেকে বিভিন্ন জলাধার শুকনো, এমনকি নদীতেও তেমন জল নেই ৷ তাই আর প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচার নয় ৷ আগে জল, পরে ভোটের প্রচার ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আগে জল, পরে প্রচার, ভোটের প্রচার নিষিদ্ধ করলেন পুরুলিয়ার এই গ্রামের মহিলা ব্রিগেড
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement