Hooghly News কামারপুকুরের এখানেই খেলে বেড়াতেন বালক "গদাধর"! শ্রীরামকৃষ্ণের স্মৃতিধন্য আম্রকানন
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
কামারপুকুরের মানিক রাজার আমবাগানে ছোটবেলায় খেলা করতেন শ্রীরামকৃষ্ণ। বর্তমানে সেই সব প্রাচীন আম গাছের দেখা না মিললেও আমবাগানটি নতুন করে গড়ে উঠছে কামারপুকুর মঠ ও মিশন।
কামারপুকুর: ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম গোঘাটের কামারপুকুর সাতবেড়িয়া মানিক রাজার রাজপ্রাসাদ সংলগ্ন আম্রকানন। এই মানিক রাজার আমবাগানে ছোটবেলায় খেলা করতেন শ্রীরামকৃষ্ণ। জানা গিয়েছে, ছোট গদাই কামারপুকুরে রাখাল বালকের সঙ্গে খেলাধূলা করতেন ওই আম্রকাননে। বর্তমানে সেই সব প্রাচীন আম গাছের দেখা না মিললেও আমবাগানটি নতুন করে গড়ে উঠছে কামারপুকুর মঠ ও মিশন। ইতিহাসের পাতা থেকে জানা যায় কামারপুকুর সাতবেড়িয়া এলাকার মানিক রাজার কামারপুকুর একটি আম্রকানন তৈরি করেন। আম্রকানন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোটবেলায় অনেক সময় খেলাধূলার মাধ্যমে কেটেছে। গ্রামের রাখাল বালকদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাকি হরিনাম সংকীর্তন করতেন। আম্র বৃক্ষের তলায় বসে হরিনাম করার পাশাপাশি ধ্যানে মগ্ন থাকত।
এই বিষয়ে এই আম বাগানে দেখাশুনার দায়িত্বে থাকা গৃহবধূ নমনীতা চক্রবর্তী জানান, এই আমবাগানটি কামারপুকুরের সাতবেড়িয়া মানিক রাজা তৈরি করেছিলেন। এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ছোটবেলায় খেলাধুলা করতেন।সবচেয়ে প্রাচীন দুটি আমগাছ পড়ে গেলেও তবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য এই পবিত্র ভূমিকে নতুন করে সাজিয়ে তোলে কামারপুকুর মঠ ও মিশনঅন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলা থেকে এই আমবাগানটি বহু পুরনো আম গাছ দেখেছি। এই আম বাগানে ছোট্ট গদাই গ্রামে ছেলেদের সঙ্গে হরিনাম করতেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সব মিলিয়ে কামারপুকুর এই মানিক রাজার আম্রকানন নতুন সাজনোয় খুশি এলাকার মানুষ।
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 4:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News কামারপুকুরের এখানেই খেলে বেড়াতেন বালক "গদাধর"! শ্রীরামকৃষ্ণের স্মৃতিধন্য আম্রকানন