Holika Dahan: দোলের আগের দিন হয় ন্যাড়া পোড়া, যা আসলে হোলিকা দহন, কে ছিলেন এই হোলিকা জানেন কি
- Reported by:RAHI HALDAR
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Holika Dahan 2024: চাঁচড়, ন্যাড়া পোড়ার হোলিকা দহন এই প্রথা রয়েছে হিন্দু ধর্মে। তবে কে এই হোলিকা ! কাকে পড়ানো হয় এই দিন সেই গল্প কি কারোর জানা!
: দোল পূর্ণিমা বা হোলি উৎসব যা এক নিমেষে যে কোনো বয়সী মানুষকে নিয়ে চলে যায় তার ছোট বেলায়। আর ছোটবেলার হোলির কথা কোন পড়লেই মনে পড়ে একটি প্রবাদ ‘আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমা তে বুড়ি মরেছে বলো হরিবোল।’ চাঁচড়, ন্যাড়া পোড়ার হোলিকা দহন এই প্রথা রয়েছে হিন্দু ধর্মে। তবে কে এই হোলিকা ! কাকে পড়ানো হয় এই দিন সেই গল্প কি কারোর জানা! Photo- Representative
advertisement
হিন্দু পুরাণ অনুসারে, রাক্ষস সাজা হিরণ্যকশিপুতাঁর প্রজাদের পুজো অর্চনা করা বন্ধ করে দেন। অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন। তাঁর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাঁকে পাঁচটি ক্ষমতা দান করেন। ব্রহ্মার দেওয়া এই পাঁচটি বর হল - কোনও মানুষ বা কোনও প্রাণী তাঁকে মারতে পারবে না। ঘরের ভেতরে বা ঘরের বাইরে তাঁর মৃত্যু হবে না। তাঁর মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না। অস্ত্র দ্বারাও হবে না, শস্ত্র্র দ্বারাও হবে না।
advertisement
হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না।এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার বাড়তেই থাকে। কিন্তু তাঁর সন্তান প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত। তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্যকশিপু। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি চাদর পেয়েছিলেন। এই চাদর তাঁকে সবসময় রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা।
advertisement
advertisement








