Holika Dahan: দোলের আগের দিন হয় ন্যাড়া পোড়া, যা আসলে হোলিকা দহন, কে ছিলেন এই হোলিকা জানেন কি

Last Updated:
 Holika Dahan 2024: চাঁচড়, ন্যাড়া পোড়ার হোলিকা দহন এই প্রথা রয়েছে হিন্দু ধর্মে। তবে কে এই হোলিকা ! কাকে পড়ানো হয় এই দিন সেই গল্প কি কারোর জানা!
1/5
: দোল পূর্ণিমা বা হোলি উৎসব যা এক নিমেষে যে কোনো বয়সী মানুষকে নিয়ে চলে ‌যায় তার ছোট বেলায়। আর ছোটবেলার হোলির কথা কোন পড়লেই মনে পড়ে একটি প্রবাদ  ‘আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমা তে বুড়ি মরেছে বলো হরিবোল।’ চাঁচড়, ন্যাড়া পোড়ার হোলিকা দহন এই প্রথা রয়েছে হিন্দু ধর্মে। তবে কে এই হোলিকা ! কাকে পড়ানো হয় এই দিন সেই গল্প কি কারোর জানা! Photo- Representative
: দোল পূর্ণিমা বা হোলি উৎসব যা এক নিমেষে যে কোনো বয়সী মানুষকে নিয়ে চলে ‌যায় তার ছোট বেলায়। আর ছোটবেলার হোলির কথা কোন পড়লেই মনে পড়ে একটি প্রবাদ  ‘আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমা তে বুড়ি মরেছে বলো হরিবোল।’ চাঁচড়, ন্যাড়া পোড়ার হোলিকা দহন এই প্রথা রয়েছে হিন্দু ধর্মে। তবে কে এই হোলিকা ! কাকে পড়ানো হয় এই দিন সেই গল্প কি কারোর জানা! Photo- Representative
advertisement
2/5
হিন্দু পুরাণ অনুসারে, রাক্ষস সাজা হিরণ্যকশিপুতাঁর প্রজাদের পুজো অর্চনা করা বন্ধ করে দেন। অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন। তাঁর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাঁকে পাঁচটি ক্ষমতা দান করেন। ব্রহ্মার দেওয়া এই পাঁচটি বর হল - কোনও মানুষ বা কোনও প্রাণী তাঁকে মারতে পারবে না। ঘরের ভেতরে বা ঘরের বাইরে তাঁর মৃত্যু হবে না। তাঁর মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না। অস্ত্র দ্বারাও হবে না, শস্ত্র্র দ্বারাও হবে না।
হিন্দু পুরাণ অনুসারে, রাক্ষস সাজা হিরণ্যকশিপুতাঁর প্রজাদের পুজো অর্চনা করা বন্ধ করে দেন। অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা শুরু করেন। তাঁর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাঁকে পাঁচটি ক্ষমতা দান করেন। ব্রহ্মার দেওয়া এই পাঁচটি বর হল - কোনও মানুষ বা কোনও প্রাণী তাঁকে মারতে পারবে না। ঘরের ভেতরে বা ঘরের বাইরে তাঁর মৃত্যু হবে না। তাঁর মৃত্যু দিনেও হবে না, রাতেও হবে না। অস্ত্র দ্বারাও হবে না, শস্ত্র্র দ্বারাও হবে না।
advertisement
3/5
হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না।এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার বাড়তেই থাকে। কিন্তু তাঁর সন্তান প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত। তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্যকশিপু। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি চাদর পেয়েছিলেন। এই চাদর তাঁকে সবসময় রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা।
হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না।এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অত্যাচার বাড়তেই থাকে। কিন্তু তাঁর সন্তান প্রহ্লাদ বিষ্ণুর পরম ভক্ত। তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্যকশিপু। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি চাদর পেয়েছিলেন। এই চাদর তাঁকে সবসময় রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা।
advertisement
4/5
হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। ব্রহ্মা প্রদত্ত চাদর থাকায় তাঁর কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন, তখনই গায়ের শালটি তাঁর কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই প্রহ্লাদের কিছু না হলেও পুড়ে ছাই হয়ে যান হোলিকা।
হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। ব্রহ্মা প্রদত্ত চাদর থাকায় তাঁর কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। যেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করেন, তখনই গায়ের শালটি তাঁর কাছ থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই প্রহ্লাদের কিছু না হলেও পুড়ে ছাই হয়ে যান হোলিকা।
advertisement
5/5
এরপর বিষ্ণু নরসিংহ রূপ ধরে স্তম্ভ ভেঙে বেরিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেন। এই পূরণের কাহিনীতে হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা। আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অশুচি, লোভ, হিংসে পুড়ে ছাই হয়ে যায় বলে মনে করা হয়। Input- Rahi Halder
এরপর বিষ্ণু নরসিংহ রূপ ধরে স্তম্ভ ভেঙে বেরিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেন। এই পূরণের কাহিনীতে হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা। আজও দোলের আগের দিন হোলিকা দহন করে মনের সব পাপ, অশুচি, লোভ, হিংসে পুড়ে ছাই হয়ে যায় বলে মনে করা হয়। Input- Rahi Halder
advertisement
advertisement
advertisement