পার্টিতে গিয়েছিল মেয়ে, তার পর...এ কী হল? হাঁসখালিতে ভয়ঙ্কর কাণ্ড! গ্রেফতার পাঁচ যুবক
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Political Party: নদিয়ার হাঁসখালিতে পার্টির নামে নাবালিকাকে ডেকে ভয়াবহ কাণ্ড! অভিযোগে পাঁচ যুবক গ্রেফতার। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের মোবাইল ফোন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
রঞ্জিত সরকার, নদিয়া: পার্টি করার নামে ফাঁদ! বগুলার এক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে উত্তাল নদিয়ার হাঁসখালি। ইতিমধ্যেই পাঁচ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ। ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। আবারও প্রশ্নের মুখে কিশোরীদের সুরক্ষা।
হাঁসখালি থানায় বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের করে এক নাবালিকা। তার দাবি, বুধবার রাতে বগুলা এলাকার একটি বাড়িতে ‘পার্টি’-র নাম করে ডেকে নিয়ে গিয়ে পাঁচজন যুবক মিলে তাকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ এবং শুক্রবারের মধ্যেই গ্রেফতার করা হয় পাঁচ অভিযুক্তকে। ধৃতদের মধ্যে কয়েকজন স্থানীয় বেকার যুবক, কেউ কলেজ পড়ুয়া, আবার কেউ পেশায় ছোটখাটো ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
ঘটনার সময় ওই বাড়িতে আর কেউ উপস্থিত ছিল কি না, তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হলে, তদন্তের স্বার্থে হাঁসখালি থানার পুলিশ দুই অভিযুক্তের জন্য ১১ দিনের পুলিশ হেফাজত চায়। বাকি তিনজনের জন্য চাওয়া হয় জেল হেফাজত। বিচারক দুই যুবককে পুলিশ হেফাজতে ও অন্য তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনার রাতে যে বাড়িতে ‘পার্টি’ চলছিল, সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ভিডিও, অডিও ক্লিপিংস বা মেসেজে কোনও প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। নাবালিকার মেডিকেল পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, রিপোর্ট হাতে পেলেই মামলা আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 8:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পার্টিতে গিয়েছিল মেয়ে, তার পর...এ কী হল? হাঁসখালিতে ভয়ঙ্কর কাণ্ড! গ্রেফতার পাঁচ যুবক