South 24 Parganas News: ঝাঁ চকচকে সাগর মহাবিদ্যালয়! ন্যাকের মূল্যায়নে পেল সি-গ্রেড
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
ন্যাকের মূল্যায়নে সি-গ্রেড পেল সাগর মহাবিদ্যালয়। এ বছর প্রথম ন্যাকের মূল্যায়ন হয় এখানে। সাগর মহাবিদ্যালয়ের এই সাফল্যে খুশি সকলেই।
গঙ্গাসাগর: ন্যাকের মূল্যায়নে সি-গ্রেড পেল সাগর মহাবিদ্যালয়। এ বছর প্রথম ন্যাকের মূল্যায়ন হয় এখানে। সাগর মহাবিদ্যালয়ের এই সাফল্যে খুশি সকলেই।প্রাথমিক পর্ব উত্তীর্ণ হওয়ার পর নভেম্বর মাসে ৩ সদস্যের পরিদর্শক দল আসে কলেজে। ২৯ শে নভেম্বর থেকে ১ ডিসেম্বর কলেজ পরিদর্শন করেন তারা।এরপর জানা গিয়েছে সেই মূল্যায়নে সি-গ্রেড পেয়েছে কলেজটি। কলেজেটিতে রয়েছে বাগান, জেনারেটর ব্যবস্থা, পানীয় জল ব্যবহারের সময় অতিরিক্ত জল মাটির নিচে পাঠানোর ব্যবস্থা।
কেঁচো থেকে জৈব সার তৈরি করে কলেজের বাগানের ব্যবহার করার ব্যবস্থা।
আরও পড়ুন: নদীর পাড়, নবাবি ইতিহাস! বছর শেষের ছুটির আদর্শ ঠিকানা, বাড়ির কাছেই আছে এই জায়গা, ঘুরে আসুন
advertisement
এছাড়াও গঙ্গাসাগর মেলা চলাকালীন কলেজের এনসিসি ও এনএসএস এর ছাত্র-ছাত্রীরা মেলা গ্রাউন্ড ও সমুদ্র সৈকতে জল বিতরণ করেন। কেউ হারিয়ে গেলে তাকে তথ্য কেন্দ্রে পৌঁছে দেওয়ার পথনির্দেশ করেন ছাত্র-ছাত্রীরা। কলেজের গ্রন্থাগারে রয়েছে ১৪ হাজার এর কাছাকাছি বই। এই সব কিছু মাথায় রেখে কলেজকে গ্রেড দেওয়া হয়েছে। এ নিয়ে কলেজের অধ্যক্ষ সুরজিৎ বারি জানিয়েছেন, ন্যাকের প্রতিনিধিরা এসেছিল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই সাফল্যে আমরা খুশি এরপরে এ গ্রেড পাওয়ার চেষ্টা করবআমরা।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 22, 2023 5:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ঝাঁ চকচকে সাগর মহাবিদ্যালয়! ন্যাকের মূল্যায়নে পেল সি-গ্রেড