South 24 Parganas News: ছয় মাসেই গায়েব হবে গঙ্গাসাগর মেলার বিপুল বর্জ্য! কিভাবে জানুন

Last Updated:

শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৪। মেলা চলাকালীন এবং তার পরবর্তী সময়ে বিপুল পরিমাণে বর্জ্য পদার্থ জমা হয়েছে সাগরতটে। সময় হয়েছে এই বর্জ্য পদার্থগুলিকে সরিয়ে গঙ্গাসাগরকে শুদ্ধিকরণ করার।

+
সমুদ্রতট

সমুদ্রতট থেকে পরিষ্কার করা হচ্ছে বর্জ্যপদার্থ

গঙ্গাসাগর: শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা ২০২৪। মেলা চলাকালীন এবং তার পরবর্তী সময়ে বিপুল পরিমাণে বর্জ্য পদার্থ জমা হয়েছে সাগরতটে। সময় হয়েছে এই বর্জ্য পদার্থগুলিকে সরিয়ে গঙ্গাসাগরকে শুদ্ধিকরণ করার। সেজন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক নতুন স্লোগান তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, “শুদ্ধিকরণ প্রতিবার গঙ্গাসাগরের অঙ্গীকার।”এই স্লোগানকে সামনে রেখে গঙ্গাসাগরের ৫ এবং ৬ নং স্নান ঘাটের মাঝে করা হয়েছে একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট।
আরও পড়ুন: গঙ্গাসাগরের সমুদ্রতীরে ঘুরছে অতবড় ওটা কি প্রাণী! ভাইরাল ছবি
সেখানে পচনশীল বর্জ্য পদার্থগুলিকে জমিয়ে রাখা হয়। তৈরি করা হয় পিট। এরপর ছয়মাসেই সেই পিট থেকে তৈরি করা হয় সার। সেই সার বাজারে বিক্রি করা হয়। এই সারের নাম মৃত্তিকা মিত্র। গঙ্গাসাগরের এই বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ গায়েব হতে সময় লাগে মাত্র ছয় মাস। আর বাকি অপচনশীলবর্জ্য পদার্থ দিয়ে প্রচুর জিনিসপত্র তৈরি করা হয়। ফেলে দেওয়া শাড়ি থেকে পাপোশ, শিশি বোতল দিয়ে ফুলদানি সহ বিভিন্ন রকম শৌখিন সামগ্রী সহ একাধিক জিনিসপত্র তৈরি করা হয়। যা বিক্রি হয় বাজারে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
গঙ্গাসাগর মেলা শেষ হলে শুরু হয় এই কাজ। তারপর ছ’মাসেই গঙ্গাসাগর থেকে সমস্ত বর্জ্য পদার্থকে ভালো জিনিসে পরিণত করা হয়। যা কাজে লাগে সাধারণ মানুষের। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ছয় মাসেই গায়েব হবে গঙ্গাসাগর মেলার বিপুল বর্জ্য! কিভাবে জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement