Nadia News: বর্ষার আগেই বুড়িগঙ্গা পরিষ্কার সেচ দফতরের! খুশি চাকদহের মানুষেরা

Last Updated:

প্রশাসন ও সরকারি ভবনে একাধিকবার অভিযোগ জানানোর পরে অবশেষে বুড়িগঙ্গা পরিষ্কার করতে উদ্যোগী হয় সরকারি আধিকারিকেরা।

+
চলছে

চলছে বুড়িগঙ্গা পরিষ্কারের কাজ

চাকদহ: বর্ষার আগেই সেচ দফতরের উদ্যোগে বুড়িগঙ্গা পরিষ্কার, খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। নদিয়ার চাকদহ জেলার গঙ্গাপ্রসাদপুর এলাকা দিয়ে বয়ে গিয়েছে বুড়িগঙ্গা। তবে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন না করার কারণে বুড়িগঙ্গা পরিণত হয়েছে আবর্জনার স্তূপে। এমনও শোনা গিয়েছে নর্দমার থেকেও অধিক পরিমাণে জলা জংলা এবং নোংরা আবর্জনার স্তূপে ভরে গিয়েছে বুড়িগঙ্গা। আর সেই কারণে একাধিক সমস্যার সম্মুখীন হতে স্থানীয় এলাকার মানুষদের।
স্থানীয়দের অভিযোগ ছিল বুড়িগঙ্গায় জলা জংলা, নোংরার ফলে পোকামাকড় মশা এমনকি সাপের উপদ্রব বেড়ে গিয়েছিল। এছাড়াও বুড়িগঙ্গা আবর্জন স্তূপে ভরাট হওয়ার কারণে সামনে বর্ষাকালে বর্ষার জল বুড়িগঙ্গায় পড়তে পারবে না যার ফলে জলমগ্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে বুড়িগঙ্গার স্থানীয় এলাকাগুলি। প্রশাসন ও সরকারি ভবনে একাধিকবার অভিযোগ জানানোর পরে অবশেষে বুড়িগঙ্গা পরিষ্কার করতে উদ্যোগী হয় সরকারি আধিকারিকেরা।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বর্ষার আগেই তাদের নিরন্তর অভিযোগের ফলে ইরিগেশন দফতরের আধিকারিকেরা জেসিবি নিয়ে এসে বুড়িগঙ্গা পরিষ্কার করতে উদ্যোগী হল। যার ফলে খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। বুড়িগঙ্গা পরিষ্কার থাকলে একদিকে যেমন বর্ষার জল অন্যান্য স্থানে দাঁড়াবে না ঠিক তেমনই পরিষ্কার জলে মাছের উৎপাদন হলে উপকৃত হবেন মৎস্যজীবীরাও।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: বর্ষার আগেই বুড়িগঙ্গা পরিষ্কার সেচ দফতরের! খুশি চাকদহের মানুষেরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement