West Bengal Municipal Election 2022: 'শুনতে হয়েছিল, ঝিয়ের ছেলে, তুই আবার ভোটে দাঁড়াবি কী!', কটাক্ষ ঝেড়ে স্ত্রীকে জেতালেন কৃষ্ণনগরের রূপ

Last Updated:

West Bengal Municipal Election 2022: ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছেন তিনি। তাই অন্যের কষ্ট দেখতে পারেন না।

নিজস্ব চিত্র।
নিজস্ব চিত্র।
#কৃষ্ণনগর: বিপদে পড়লে তাঁর কাছে ছুটে আসেন সবাই। কারওর বাড়ির কোনও সদস্য মারা গেলে বা কোনও প্রসূতির সন্তান জন্ম নিলে কৃষ্ণনগরের বাসিন্দা সমাজসেবক রূপ ঘোষের কথাই মনে পড়ে সবার। ছোটবেলায় বাবা মারা যান, তখন তিনি অষ্টম শ্রেণীতে পড়েন। মা অতি কষ্টে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে মানুষ করেছেন তাঁকে এবং তার বোনকে।
ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছেন তিনি। তাই অন্যের কষ্ট দেখতে পারেন না। কৃষ্ণনগরের কোন মানুষ যদি বিপদে পড়েন, সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। পরিচয় বাড়ে, আলাপ হয়, মানুষও এগিয়ে আসেন। বন্ধুরা মিলে রাস্তার ওপরে একটি দোকান করে দেন তাঁকে। সেই দোকান থেকে যা রোজগার হয় তাতেই কোনরকমে দিন চলে তাঁর। বাড়ির মালিক মানব দাস সেই দোকানকে পাকা করে দিয়েছেন। সেই দোকান থেকেই বর্তমানে কোনও রকমে করে খান তিনি।
advertisement
advertisement
তিনি জানান ভোটের দিন তাঁকে বিভিন্ন কটূক্তিও শুনতে হয়েছে। তিনি বলেন "তুই ঝিয়ের ছেলে তুই আবার ভোটে দাঁড়াবি কী! আমাদের এখানে জমির দাম জানিস কত? ৭৫ লাখ টাকা কাটা!" এই কথা শুনে খুবই কষ্ট পান তিনি। তবে আজ ভোটের ফলাফল প্রকাশ পেতেই তিনি বেজায় খুশি। ৩০ বছরের কাউন্সিলর থাকা তৃণমূল প্রার্থীকে হারিয়ে কৃষ্ণনগর ২০ নম্বর ওয়ার্ডে তাঁর স্ত্রী শ্রীমতি উজ্জলা ঘোষ কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন। আজ বিপুল ভোটে জয়লাভ করেন তার স্ত্রী। তিনি জানান ২০ নম্বর ওয়ার্ডের মানুষ আমার ওপর আস্থা রেখেছেন। তার জন্য আমি চিরকৃতজ্ঞ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election 2022: 'শুনতে হয়েছিল, ঝিয়ের ছেলে, তুই আবার ভোটে দাঁড়াবি কী!', কটাক্ষ ঝেড়ে স্ত্রীকে জেতালেন কৃষ্ণনগরের রূপ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement