#ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে চলছে হাড্ডাহাড্ডি লড়াই নয়াগ্রামে এগিয়ে তৃণমূল, বেলপাহাড়িতে এগিয়ে নির্দল প্রার্থী, লালগড়ে জয়ী তৃণমূল, ঝাড়গ্রামে এগিয়ে বিজেপি, বাসপাহাড়িতে নির্দল প্রার্থী জয়ী হয়েছে, গোপীবল্লভপুরের ২ নং ব্লকের কুলিয়ামা পঞ্চায়েতে জয়লাভ করেছে বিজেপি ৷
আরও পড়ুন : পূর্ব মেদিনীপুরের খেজুরি, কাঁথি, পটাশপুর, ভগবানপুর, এগরার গ্রাম পঞ্চায়েত জুড়ে সবুজ ঝড়
এছাড়াও বিনপুরের ১ নং ব্লকের বেলাটিকিরি, সিজুয়া, রামগড় গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপি জয়ী হয়েছে, আভারিয়া, ধরমপুর, নিপুরা, বৈতা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের ৷ এছাড়াও জামবনী ব্লকের জামবনী, চিল্কিগড়ে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন ৷ চিচিড়া, দরশা, ডুবরা, কাপগাড়ি, জিতলি, লাল গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী তৃণমূল ৷
বিনপুর ২ নং ব্লকের শিমূলপলি গ্রাম পঞ্চায়েতে নির্দল পার্থী জিতেছেন ৷ বেলপাহাড়ির শিলদা, সোদাপাড়ায় জয়ী তৃণমূল ৷ এছাড়াও নয়াগ্রাম পঞ্চায়েত সমিতিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷
শেষ পাওয়া খবরে ঝাড়গ্রাম জেলার মোট গ্রাম পঞ্চায়েতের ৮০৬ আসনের মধ্যে ৭৮০টি আসনে ভোট হয়েছিল তার মধ্যে ৩৩৬ আসনে তৃণমূল, ৩০০ আসনে বিজেপি, ১১টি আসনে বামফ্রন্ট, ২টি আসনে নির্দল প্রার্থী জিতেছেন, ১টিতে এগিয়ে ৷ সব মিলিয়ে ঝাড়গ্রামের গ্রাম পঞ্চায়েত আসনে জমে উঠেছে তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: #পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮, Election Commission, Exit poll result 2018 West Bengal, Jhargram, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, Scrutiny, South Bengal Panchayat Election 2018, West Bengal Panchayat polls 2018