Chhath Puja 2023: ছট পুজোর আগে লরি বোঝাই কলা যাচ্ছে বাংলা থেকে বিহারে

Last Updated:

ছট পুজোয় বিহারের কলা ব্যবসায়ীদের কাছে সমস্ত কলা বিক্রি করে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাচ্ছে বাংলার চাষিরা

+
কুইন্টাল

কুইন্টাল কুইন্টাল কলা বাংলা থেকে পাড়ি দিচ্ছে বিহারে

নদিয়া: বাঙালির পার্বণ মোটামুটি ভাবে শেষের পর্যায়ে তবে হাতেগোনা দিন পরেই বিহারের বাসিন্দাদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ছট পুজো। আর সেই ছট পুজোর তোরজোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ছট পুজোয় একাধিক উপাদানের মধ্যে অন্যতম এবং প্রধান উপাদানটি হল কলা। ছট পুজোর সময় কলার চাহিদা থাকে অন্যান্য সময় থেকে অনেকটাই বেশি।
এই সময় ছট পুজোর অন্যতম এলাকা বিহারে কলার দাম থাকে আকাশ ছোঁয়া। দাম যতই হোক তবুও যোগান দিয়ে কুলোতে পারেনা ওখানকার চাষিরা। ভরসা মধ্যপ্রদেশ, কর্ণাটক, বাংলা সহ অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলি। তবে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার কলার দাম তুলনামূলকভাবে কম আর সেই কারণেই পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে ছট পুজো উপলক্ষে ব্যবসায়ীরা বাংলায় আসছেন কলা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে।
advertisement
advertisement
আর এই ছট পুজো উপলক্ষে কলা কিনতে ভিন রাজ্য বিহার এখন থেকে কলা ব্যবসায়ীরা নদীয়ার হবিবপুর সহ অন্যান্য এলাকায় এসেছেন। কলার প্রচলন বাংলাতেও যথেষ্ট পরিমাণে রয়েছে। ভিন্ন পুজো পার্বণ কলার চাহিদা থাকে। তবে চাহিদা অনুযায়ী যোগান তুলনামূলকভাবে বেশি বলে জানান বাংলার কৃষক এবং আড়ৎ দারেরা। কলার কাঁদি তারা বিক্রি করছেন ৫০ টাকা থেকে শুরু করে প্রায় ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। আর সেই সুযোগেই বিহারের কলা ব্যবসায়ীদের কাছে তারা সেই সমস্ত কলা বিক্রি করে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাচ্ছেন বলে জানালেন তারা।
advertisement
হাতেগোনা তিন দিন বাকি ছট পুজো। সেই কারণেই তড়িঘড়ি আজকের দিনেই সমস্ত গাড়ি বোঝাই করে তারা নিয়ে যাবেন বাংলা থেকে কলা ভিন রাজ্যে। তার প্রধান কারণ গাড়িতে যেতে সময় লাগবে প্রায়এক দিন। এরপরে এই কলার প্রক্রিয়াজাত করে পাঁকাতেও সময় সাপেক্ষ। তাই সময় একেবারে নেই বললেই চলে আর। সেই কারণেই অন্তিম মুহূর্তে বাংলার কলা পাড়ি দিচ্ছে ছট পুজো উপলক্ষে পার্শ্ববর্তী বিহার এবং ঝাড়খন্ড রাজ্যে।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja 2023: ছট পুজোর আগে লরি বোঝাই কলা যাচ্ছে বাংলা থেকে বিহারে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement