শ্লীলতাহানির অভিযোগে যুবককে গণপিটুনি বসিরহাটে
Last Updated:
শ্লীলতাহানির অভিযোগ ওঠায় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটল বসিরহাটে ৷
#বসিরহাট: শ্লীলতাহানির অভিযোগ ওঠায় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটল বসিরহাটে ৷ বসিরহাট থানার মোমিনপুর এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে ৷ অভিযুক্ত যুবকের নাম আজিজুর গাজী ৷
স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে বাড়ীতে একা ছিলেন ওই মহিলা ৷ বারান্দার গেটেও তালা লাগানো ছিল না ৷ সেই সুযোগে নিগৃহীতার ঘরে ঢোকে আজিজুর ৷ নিগৃহীতার অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তাঁর শ্লীলতাহানি করে আজিজুর ৷ মহিলার প্রাণান্তকর চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসে এবং আজিজুর গাজীকে ধরে ফেলে ৷ এরপর স্থানীয় ক্লাবে আটকে রেখে চলে গণপিটুনি ৷ পরে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যুবককে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2016 5:39 PM IST