Weather: ফের ধেয়ে আসছে বৃষ্টি! কোন কোন জেলায় অঝোর বর্ষণ, কোন জেলায় ফিরছে ঠান্ডা? আবহাওয়ার বড় আপডেট

Last Updated:

Weather: উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে তাপমাত্রার উঠানামার খেলা চলবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই।

দিঘা 
দিঘা 
দিঘাঃ দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার ওঠানামা খেল চলবে। তাপমাত্রার বড়সড় পতন না ঘটলেও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথাও স্বাভাবিক আবার কোথাও স্বাভাবিকের থেকে সামান্য কম। মূলত উত্তরে হাওয়ায় ভর করে নামছে তাপমাত্রার পারদ। ফলে শীত শেষ হয়েও হল না শীতের শেষ! আপাতত হাওয়া অফিসের রিপোর্টে এমনই ইঙ্গিত। সকাল ও সন্ধ্যের সময় শীতের আমেজ। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার খামখেয়ালিপনা চলবে। জানা যায়, উইকেন্ডে আবারও সামান্য তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে।
হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ নিম্নমুখী! অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা নামবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে আসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কিন্তু শনিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
আরও পড়ুনঃ পিসি শাশুড়িকে খুনের আগে-পরে কী কী ঘটিয়েছিল ফাল্গুনী ও আরতি? ঠিক কখন আচমকা হামলা! পুনর্নির্মাণ হাড়হিম তথ্য ফাঁস
আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচদিন পরিষ্কার আকাশ থাকবে। সকাল ও সন্ধ্যেবেলায় শীতের আমেজ। রোদের তাপে দুপুরে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারেও এই তিন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের।
advertisement
advertisement
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মত ৬ মার্চ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই তাপমাত্রার পারদ নেমেছে। বইছে উত্তরে হাওয়া। উত্তরে হাওয়ায় ভর করে আরও কিছুটা নামবে তাপমাত্রার পারদ এমনই পূর্বাভাস দিঘা হাওয়া অফিসের। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৫ শতাংশ। হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক দিন শুষ্ক থাকবে আবহাওয়া। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather: ফের ধেয়ে আসছে বৃষ্টি! কোন কোন জেলায় অঝোর বর্ষণ, কোন জেলায় ফিরছে ঠান্ডা? আবহাওয়ার বড় আপডেট
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement