মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন বালি খাদান থেকে চলছে দেদার বালি পাচার

Last Updated:

মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁকুড়া জেলা জুড়ে দেদার চলছে ওভার লোডেড বালি চলাচল । জেলার প্রায় সর্বত্রই ছবিটা মোটামুটি একই রকম ।

#বাঁকুড়া: মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁকুড়া জেলা জুড়ে দেদার চলছে ওভার লোডেড বালি চলাচল । জেলার প্রায় সর্বত্রই ছবিটা মোটামুটি একই রকম । পুলিশ ও প্রশাসনের নাকের ডগা দিয়েই চলছে এই বালি পাচার । জেলার অধিকাংশ বেআইনি বালি খাদান বন্ধ হয়ে গেলেও অতিরিক্ত বালি বোঝাই লরি এখন মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও প্রশাসনের ।
চলতি সপ্তাহেই বাঁকুড়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা তথা দক্ষিণবঙ্গের বে-আইনি বালি চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন । বলেছিলেন বেআইনি বালি চলাচলের সঙ্গে দলের কোনও যোগ নেই । এছাড়াও সরকারের রাজস্বও ফাঁকি দেওয়া হয় । তাই অবিলম্বে বেআইনি বালি চলাচলের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে হবে । সেসময় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে জেলায় কোনও বেআইনি বালি খাদান নেই । পুলিশ ও প্রশাসনের সেই দাবির যৌক্তিকতা থাকলেও বেআইনি ভাবে বালি চলাচল যে একেবারে বন্ধ তা বলা যায় না । কারন বাঁকুড়ার অধিকাংশ নদীর বালি ঘাট থেকে যে বালি চলাচল করে তার অধিকাংশ ক্ষেত্রেই লরিগুলির ওভারলোডের অভিযোগ ওঠে ।
advertisement
লরি চালকদের দাবি সরকারি নিয়ম অনুযায়ী বালি বোঝাই করে যাতায়াত করলে লাভ তেমন হয়না । তাই অধিকাংশ ক্ষেত্রেই ওভারলোড নিতে হয় । অধিকাংশ লরি ওভারলোড নিয়ে যাতায়াত করায় একদিকে যেমন প্রতিদিন হাজার হাজার টাকার সরকারি রাজস্বর ক্ষতি হচ্ছে তেমনই ঘাট সংলগ্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশ বেহাল হয়ে পড়ছে । লরি চালকদের দাবি ওভারলোড বালি নিয়ে যেতে গিয়ে অনেক সময় স্থানীয় পুলিশ ও প্রশাসনকে নির্দিষ্ট অঙ্কের টাকা গুনতে হয় । তাতে অবশ্য কুছ পরোয়া নেহি বালি বহনকারী ট্রাক চালকদের ।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাঁকুড়া জেলার বিভিন্ন থানার পুলিশ ওভারলোড বালি চলাচল ঠেকাতে বিশেষ অভিযান শুরু করলেও অবৈধ ভাবে ওভার লোড বালি চলাচলের ক্ষেত্রে তা কতটা রাশ টানতে পারবে তা বলবে সময়ই ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন বালি খাদান থেকে চলছে দেদার বালি পাচার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement