Illegal Modified Silencer: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইকে মডিফায়েড সাইলেন্সার লাগিয়েছেন? কী কী বিপদ হতে পারে দেখুন

Last Updated:

বাইকে মডিফায়েড সাইলেন্সার লাগানোর ফলে ব্যাপক শব্দ দূষণ হয়। বিকট আওয়াজের ফলে প্রবীণ ও অল্পবয়সী শিশুদের সমস্যা হয়। এছাড়াও চিকিৎসকরা বলেন, এই বিকট শব্দের জন্য যেকোনও সময় মানুষের হৃদযন্ত্রেও সমস্যা দেখা দিতে পারে

প্রতিকি ছবি
প্রতিকি ছবি
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মা: পরিবহণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বাইকে মডিফায়েড সাইলেন্সারের দাপট নতুন ঘটনা নয়। বরং এই দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। আর তারই বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ করল পুলিশ। মঙ্গলবার শহর জুড়ে অভিযান চালানো হয় আসানসোল ট্রাফিক গার্ডের পক্ষ থেকে।
বাইকে মডিফায়েড সাইলেন্সার লাগানোর ফলে ব্যাপক শব্দ দূষণ হয়। বিকট আওয়াজের ফলে প্রবীণ ও অল্পবয়সী শিশুদের সমস্যা হয়। এছাড়াও চিকিৎসকরা বলেন, এই বিকট শব্দের জন্য যেকোনও সময় মানুষের হৃদযন্ত্রেও সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সর্বত্রই দেখা যায় অল্প বয়সী একদল উচ্ছৃঙ্খল ছেলেপুলের দল কোন‌ও আইন না মেনে দেদার বাইকে মডিফায়েড সাইলেন্সার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার দাবি অনেক দিন ধরেই উঠছিল।
advertisement
আর‌ও পড়ুন: নাগরিকত্ব মামলায় বাংলার পঞ্চায়েত প্রধানকে তলব অসমের আদালতে!
শিল্পাঞ্চল আসানসোলে সম্প্রতি এই শব্দ দানবের দৌরাত্ম্য তো অনেকটাই বেড়েছিল। এমনকি মডিফায়েড সাইলেন্সার লাগানো বাইকের বিকট শব্দের কারণে এলাকার হাসপাতাল ও স্কুলগুলিতেও সমস্যা দেখা দেয়। তারই বিরুদ্ধে মঙ্গলবার অভিযানে নামে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের পুলিশ।
advertisement
আর‌ও পড়ুন: আইসি’র হাতে ঘাস কাটার মেশিন! কারণ জানলে সব গুলিয়ে যাবে
এদিন আসানসোল জুবিলি মোড়ে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মডিফায়েড সাইলেন্সার লাগানো বাইক আটক করে পুলিশ। এমনকি বেশ কয়েকটি বাইকে লাগানো মডিফায়েড সাইলেন্সার তৎক্ষণাৎ ভেঙে দেওয়া হয় ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে। শহরবাসীকে স্বস্তি দিতে পুলিশের এমন ভূমিকার প্রশংসা করেছে আসানসোলের মানুষ। তাঁরা চান এমন অভিযান আগামী দিনেও যেন বজায় থাকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Illegal Modified Silencer: আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইকে মডিফায়েড সাইলেন্সার লাগিয়েছেন? কী কী বিপদ হতে পারে দেখুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement