বিপুল অস্ত্র উদ্ধার হল চন্দননগর থেকে, ধৃত কুখ্যাত দুই দুষ্কৃতি

Last Updated:
#চন্দননগর: বিপুল অস্ত্র উদ্ধার করল চন্দননগর পুলিশ কমিশনারেট, ধৃত দুই কুখ্যাত দুষ্কৃতি। ধৃত চুঁচুড়া রবীন্দ্র নগরের ত্রাস টোটন বিশ্বাসের দুই সাগরেদ প্রসেনজিৎ সাহা ওরফে নেপা ওরফে চিকনা আর মিলন শীল ওরফে ভাগ্না। ধৃতদের কাছ থেকে দু’টি কারবাইন, মাসকেট ছটা, দোনলা বন্দুক, একনলা বন্দুক, নাইন এম এম পিস্তল, সেভেন এম এম পিস্তল ৷ সব মিলিয়ে মোট ১৯টি আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার হয়েছে। ৭৪টি কার্তুজও উদ্ধার করো হয়েছে ৷
চুঁচুড়ায় পুলিশ কমিশনার হুমায়ূন কবির সাংবাদিক বৈঠক করে জানান, গত ১৩ জুলাই রবীন্দ্রনগরে দুষ্কৃতিদের ধরতে যায় পুলিশ। পুলিশকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতিরা। পরদিন পুলিশি অত্যাচারের প্রতিবাদে রীতিমতো তান্ডব চালায় রবীন্দ্রনগরের দুষ্কৃতিরা। এরপর পুলিশ অভিযান শুরু করে। রবীন্দ্রনগরের ত্রাস টোটোন বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। লাগাতার অভিযান চালিয়ে এ পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। সিপি বলেন, আরও কয়েক জন দুষ্কৃতি বাইরে রয়েছে তাদেরও গ্রেফতার করা হবে। ধৃত চিকনা টোটোনের ছায়াসঙ্গী। খুন, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারী অস্ত্র কারখানার অস্ত্র যেমন দুষ্কৃতিরা ব্যবহার করত, তেমনই মুঙ্গের থেকে আনানো হত ৷ আবার নিজেরাও তৈরী করত অস্ত্র। বাইরের অস্ত্র নিয়ে এসে মেরামতি করত। এই বিপুল পরিমান অস্ত্র শুধু নিজেরাই ব্যবহার করত নাকি বাইরে বিক্রি করা হত, তা খতিয়ে দেখছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিপুল অস্ত্র উদ্ধার হল চন্দননগর থেকে, ধৃত কুখ্যাত দুই দুষ্কৃতি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement