IIT Kharagpur Bengali Student: আইআইটি খড়গপুরে চতুর্থ বর্ষের বাঙালি ছাত্রের দে*হ উদ্ধার, গত ৭ মাসে ৪ মৃ*ত্যু!

Last Updated:

IIT Kharagpur Bengali Student: একদিকে যখন ছাত্রমৃ*ত্যু আটকাতে নানা কৌশল নিচ্ছে আইআইটি খড়গপুর, তখনই আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃ*ত্যুর ঘটনা। গত সাত মাসে চতুর্থ।

ফাইল ছবি
ফাইল ছবি
খড়গপুর: একদিকে যখন ছাত্রমৃত্যু আটকাতে নানা কৌশল নিচ্ছে আইআইটি খড়গপুর, তখনই আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। ফের আইআইটির আরপি হল থেকে পাখায় ঝুলন্ত অবস্থায় চতুর্থ বর্ষের ছাত্রের দেহ উদ্ধার।
ঋতম মণ্ডল নামের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করল খড়গপুর টাউন থানার পুলিশ। ঋতম খড়গপুর আইআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বছরের ছাত্র। জানা গিয়েছে, গত সাতমাসে এই নিয়ে মোট চারজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা পাবেন প্রাথমিকে শিক্ষকতার সুযোগ, সরকারি ‘বিশেষ’ এই কোর্সেই বাজিমাত! আবেদন কতদিন? বিশদে জানুন
২১ বছরের ঋতম চতুর্থ বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। থাকতেন আইআইটি ক্যাম্পাসের রাজেন্দ্র প্রসাদ (আরপি) হলের ২০৩ নম্বর ঘরে। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। ঋতম কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: লন্ডন নয়, বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী শহরের তালিকায় নজরকাড়া ভারতের ৪ শহর! জানলে গর্ব হবে
পুলিশ সূত্রে খবর, সকালবেলা দরজা না খোলায় বন্ধুবান্ধবরা গেটে ধাক্কা দেয়। তারপরেও গেট না খুললে ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়। ম্যানেজার পুলিশকে ডেকে যখন দরজা খোলে, তখন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঋতম মণ্ডলের বাবা উত্তম কুমার মণ্ডলকে ইতিমধ্যে ফোন করে সমস্ত বিষয় জানিয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ। পরিবার খড়গপুর যাচ্ছে।
advertisement
শঙ্কর রাই
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IIT Kharagpur Bengali Student: আইআইটি খড়গপুরে চতুর্থ বর্ষের বাঙালি ছাত্রের দে*হ উদ্ধার, গত ৭ মাসে ৪ মৃ*ত্যু!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement