বৃষ্টিতে কুছ পরোয়া নয়! ছাতা-রেনকোট নিয়েই ঠাকুর দেখা! আবহাওয়ার পূর্বাভাসে বুড়ো আঙুল দেখিয়ে বললেন সাংসদ রচনা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Rain on Durga Puja: যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না। জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ। প্রয়োজনের রেনকোট, ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরবেন দর্শনার্থীরা, বললেন সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
পান্ডুয়া, হুগলি, সোমনাথ ঘোষ: বৃষ্টিতে ভাসবে এবারের দুর্গাপুজো! এমনই পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টি কি আটকাতে পারবে বাঙালির ঠাকুর দেখা! জল ডিঙিয়ে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং চলবে। জল ডিঙিয়ে খাওয়া-দাওয়াও করবে মানুষ। কোন কিছুই আটকাতে পারবে না। প্রয়োজনে রেনকোট পরে, ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে। হুগলিতে পুজো উদ্বোধনে এসে এমনই বললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
সোমবার কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পাশ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে দুর্গা পুজোর দিনগুলোতেও আশঙ্কার মেঘ রয়েছে। বৃষ্টির জলে উৎসব মাটি হবে না তো! পুজোয় ঘোরাঘুরি, ঠাকুর দেখা, আড্ডা সবই কি বানচাল করে দেবে ‘অসুর’ বৃষ্টি।
আরও পড়ুনঃ কলকাতা শহরকেও থিমে টেক্কা দেয় ‘এই’ জেলার পুজো! এক ক্লিকেই দেখুন সেরা সব থিমের ঠিকানা
সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না। জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ। কারণ সারা বছর মানুষ অপেক্ষায় থাকে এই কটা দিনের জন্য। সেই অপেক্ষায় জল ঢেলে লাভ হবে না। প্রয়োজনের রেনকোট, ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরবেন দর্শনার্থীরা। আর চলবে দেদার খাওয়া দাওয়া। পুজোর সময় নো ডায়েট।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবার রাজ্যেই! ৩ পুরোহিতের সন্ধ্যা আরতি! গায়ে কাঁটা দেওয়া অনন্য অভিজ্ঞতা মিস করবেন না
বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান পোলবা এবং চুঁচুড়ায় বেশ কয়েকটি পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
September 25, 2025 9:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃষ্টিতে কুছ পরোয়া নয়! ছাতা-রেনকোট নিয়েই ঠাকুর দেখা! আবহাওয়ার পূর্বাভাসে বুড়ো আঙুল দেখিয়ে বললেন সাংসদ রচনা