কলকাতা শহরকেও থিমে টেক্কা দেয় 'এই' জেলার পুজো! এক ক্লিকেই দেখুন সেরা সব থিমের ঠিকানা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Durga Puja 2025: বীরভূমের মল্লারপুর, কোটাসুরে কয়েকটি সর্বজনীন পুজো কলকাতা শহরকে বড় বড় ক্লাবকে টক্কর দেয় থিমে। কয়েকবার পুরস্কারও ছিনিয়ে নিয়েছে মল্লারপুরের সর্বজনীন পুজো। বীরভূমের বিভিন্ন এলাকায় কোথায় পুজোর কী থিম তা জেনে নিন এক নজরে...
বীরভূম, সৌভিক রায়: মহালয়ার পর থেকেই প্রতিটা বাঙালিই দুর্গাপুজোর আমেজে গা ভাসিয়ে দেয়। আর এই দুর্গাপুজোর সময় সাবেকি, পারিবারিক, জমিদার বাড়ির পুজোর পরম্পরা দেখা যায় বীরভূমের কৃষিপ্রধান অঞ্চল ময়ূরেশ্বরে। তবে মল্লারপুর, কোটাসুরে কয়েকটি সর্বজনীন পুজো কলকাতা শহরকে টক্কর দেয় থিমে। কয়েকবার পুরস্কারও ছিনিয়ে নিয়েছে মল্লারপুরের সর্বজনীন পুজো। বীরভূমের বিভিন্ন এলাকায় কোথায় পুজোর কী থিম তা জেনে নিন এক নজরে…
অগ্রণী সংঘের পুজো এবার ‘আশ্রয়’ থিম নিয়ে হাজির। অগ্রণী সংঘের সভাপতি তথা বিধায়ক অভিজিৎ রায় বলেন, ‘ক্লাব আমার আশ্রয়। বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর ছাত্র ছাত্রীরা এবার মণ্ডপ গড়ছেন। বাজেট ১৫ লক্ষ’।
আরও পড়ুনঃ বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবার রাজ্যেই! ৩ পুরোহিতের সন্ধ্যা আরতি! গায়ে কাঁটা দেওয়া অনন্য অভিজ্ঞতা মিস করবেন না
মল্লারপুর স্টেশনের কাছে মেঘদূত ক্লাব। ৮৪’তম বর্ষে তারা ফিরছে সাবেকিয়ানায়। মণ্ডপ পুরনো আস্ত একটি রাজবাড়ির আদলে। ক্লাবের সভাপতি সন্দীপ সিংহ বলেন, ‘প্রত্যেক বছর আমাদের একচালার সাবেকি প্রতিমা হয়’। অন্যদিকে সম্পাদক শেখর বাবু বলেন, ‘এবার পুজোয় অন্নকলস যোজনা চালু করছি। যেখানে আমরা এলাকার ১০০ জন দুঃস্থ অসহায় গরিব মানুষদের একমাসের চাল, ডাল, খাবার কাপড় সব তুলে দেব। বাজেট আনুমানিক আট লক্ষ টাকার কাছাকাছি। বলতে পারেন সাবেকিয়ানায় এটাই থিম’।
advertisement
advertisement

বীরভূমের সেরা থিমের পুজোর ঠিকানা
আরও পড়ুনঃ বাংলায় বসেই সিকিমের রাভাংলা দর্শন! সঙ্গে বড় আকর্ষণ ‘উত্তম’ গান, এই সুযোগ হাতছাড়া করলে আফসোসের শেষ থাকবে না
কোটাসুর সর্বজনীন ক্লাব করছে ‘স্বপ্নপুরী’। নীল আভায় সারা বছর ভাল থাকার স্বপ্ন মায়া নিয়ে দেবীর আবির্ভাব হচ্ছে। ৫১’তম বর্ষে বাজেট ১৬ লক্ষ টাকা। সভাপতি সন্তোষ মণ্ডল ও সম্পাদক কৌশিক মণ্ডল বলেন, ‘সারা বছরই তো আমরা বাস্তবতায় থাকি। স্বপ্নের আবেশে মণ্ডপ দেখতে ভিড় জমবে। তা সামাল দিতে আমাদের অন্য ভাবনা নিতে হবে’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মল্লারপুরের সুহৃদ সংঘের থিম ‘ইচ্ছে ডানা’। বাজেট আট লক্ষ। পুজো কমিটির পক্ষ থেকে প্রণব কুমার রায় বলেন, ‘মায়ের কাছে আমাদের ইচ্ছেগুলো পূরণের অঞ্জলি দেবো। সে সব নিয়েই আমাদের থিম’। সব মিলিয়ে দুর্গাপুজো উপলক্ষে বীরভূমের বিভিন্ন মণ্ডপে নানান ধরনের থিমের সম্ভার নিয়ে হাজির ক্লাবের সদস্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
September 25, 2025 6:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতা শহরকেও থিমে টেক্কা দেয় 'এই' জেলার পুজো! এক ক্লিকেই দেখুন সেরা সব থিমের ঠিকানা