বৃষ্টি অসুরকে বধ প্রতিমা শিল্পীদের! প্রতিমায় ব্যবহার হচ্ছে স্প্রে কালার

Last Updated:

ভারী বৃষ্টিতেও আর অসুবিধা হচ্ছে না প্রতিমা শিল্পীদের। প্রতি বছর বৃষ্টির জন্য যে অসুবিধা হয় তার থেকে শিক্ষা নিয়ে প্রতিমাশিল্পীরাও নতুন কৌশল অবলম্বন করছেন। ব্যবহার করছেন স্প্রে রঙ।

+
চলছে

চলছে স্প্রে রঙ করার কাজ

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ভারী বৃষ্টিতেও আর অসুবিধা হচ্ছে না প্রতিমা শিল্পীদের। প্রতি বছর বৃষ্টির জন্য যে অসুবিধা হয় তার থেকে শিক্ষা নিয়ে প্রতিমাশিল্পীরাও নতুন কৌশল অবলম্বন করছেন। ব্যবহার করছেন স্প্রে রঙ।
এই স্প্রে রঙের বৈশিষ্ট্য হল প্রতিমা তৈরির পর স্প্রে রঙ গায়ে দিয়ে পাখা চালিয়ে শুকনো করা যায়। সেজন্য রোদের দরকার পড়েনা খুব একটা। এছাড়াও গ্যাস ফ্লেম দিয়েও শুকনো করা হয়।
প্রতিমা গুলিকেও বৃষ্টির হাত থেকে বাঁচাতে দেওয়া হয় ছাউনি। এই রঙের আরও একটি বৈশিষ্ট্য হল এই রঙ জলে ধুয়ে যায়না। ফলে দিনের পর দিন এই রঙের চাহিদা বাড়ছে। দেখতেও সুন্দর হচ্ছে।
advertisement
advertisement
এ নিয়ে প্রতিমা শিল্পী আমিও গায়েন জানিয়েছেন, এখন বেশিরভাগ মাটির সাজের ঠাকুরের অর্ডার আসে। সেক্ষেত্রে এই রঙ ব্যবহার করে প্রতিমা তৈরির ক্ষেত্রে সুবিধা হয়।
এই রঙের গ্যারান্টি রয়েছে। বৃষ্টির জলেও রঙ উঠবে না একেবারে।প্রতিমার রঙ একবছর পর শ্যাম্পু দিয়ে ধুইলেও কিছু হবে না। রঙ থেকে যাবে কম করে পাঁচবছর।
এই কথার সঙ্গে একমত জয়দেব হালদার নামের অন্য এক প্রতিমা শিল্পী। তিনি জানিয়েছেন, প্রতি বছর বৃষ্টির জন্য অসুবিধা হয়। তবে এবছর সেই দিকগুলি লক্ষ্য রেখেই আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাছাড়া পুজোর সময় কিছুটা এগিয়ে এসেছে চাপ কমাতে এই রঙ ভাল কাজে দিচ্ছে।
advertisement
ঘরের মধ্যে রেখে স্প্রে করে দিলেই কাজ হচ্ছে। পরে পাখা চালিয়ে শুকনো করে দিলে শুকিয়ে যাচ্ছে। ফলে এবছর খুব একটা অসুবিধা হচ্ছে না। দেখতেও ভাল লাগছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃষ্টি অসুরকে বধ প্রতিমা শিল্পীদের! প্রতিমায় ব্যবহার হচ্ছে স্প্রে কালার
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement