Husband Wife News: রাস্তাতেই ছড়িয়ে পড়ল বাজার, দম্পতির আর করা হল না রান্না! স্বামীর হাত ছাড়লেন স্ত্রী....

Last Updated:

মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় মোটরসাইকেল ব্যালেন্স ঠিক রাখতে না পেরে রাস্তার পাশ দিয়ে চলা ইট বোঝাই ট্রাক্টরের তলায় চলে যায় ওই মহিলা

পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার
পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার
নদিয়া: আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। নদিয়া জেলার মরুটিয়া থানার অধীন বেড়াম চন্দ্রপুর ঠাকুরপাড়ার বাসিন্দা সুলেখা সরকারের পথ দুর্ঘটনায় মৃত্যু। স্থানীয় সূত্র থেকে জানতে পারা যায় যে সুলেখা সরকার তার স্বামী প্রণব সরকার সঙ্গে করিমপুর থেকে বাজার করে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় মোটরসাইকেল ব্যালেন্স ঠিক রাখতে না পেরে রাস্তার পাশ দিয়ে চলা ইট বোঝাই ট্রাক্টরের তলায় চলে যায় সুলেখা সরকার, পৃষ্ঠ হয়ে যান ট্রাক্টরের চাকায়।
এই ঘটনাটি ঘটে হোগলবাড়িয়া থানার অধীন নাটনা ও বাঁশবেড়িয়া যাওয়ার কালভার্টের কাছে৷ স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে আসে সুলেখা ও তার স্বামীকে করিমপুর হাসপাতালে পাঠায় প্রাথমিক চিকিৎসার জন্য৷ কর্তব্যরত চিকিৎসক সুলেখা সরকারকে মৃত ঘোষণা করেন ও তার স্বামী প্রণব সরকারকে চিকিৎসা শুরু করেন।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
ঘাতক ট্রাক্টরের চালক পলাতক তবে পুলিশ ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করে হুগলবাড়িয়া থানায় নিয়ে যায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এরপর করিমপুর হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহটি করিমপুর থানার হাতে তুলে দেন এবং দেহটি ময়নাতদন্ত করার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
পাশাপাশি আবারও উঠছে সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বিশেষ করে মোটরবাইক আরোহীদের একাধিকবার সতর্ক করা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বেপরোয়া গাড়ি চালানো কিংবা অসতর্কভাবে হেলমেট বিহীন অবস্থায় গাড়ি চালাতে। যার ফলেই মর্মান্তিক দুর্ঘটনা শিকার হচ্ছেন একের পর এক আরোহীরা। এবং প্রাণ কেড়ে নিচ্ছে তাদের অসতর্কতা।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Husband Wife News: রাস্তাতেই ছড়িয়ে পড়ল বাজার, দম্পতির আর করা হল না রান্না! স্বামীর হাত ছাড়লেন স্ত্রী....
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement